সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতিদিন সকালে এই কা’জটি বাড়ির দরজার সামনে করুন, ঘরেই হ’বে মা লক্ষ্মীর বাস

পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে মা লক্ষ্মী পুজো করা হয়। তবে শুধুমাত্র পুজো করলেই চলবে না বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কিনা সেটা দেখতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী নেগেটিভ এনার্জি থাকলে বাড়িতে অশান্তি লেগেই থাকে। সনাতন হিন্দু ধর্ম মতে ভোরবেলা অন্যতম গুরুত্বপূর্ণ সময় এই সময়টিকে পবিত্র বলেই গণ্য করা হয়।

ভোরবেলা যদি বাড়ির বাইরের দরজায় কয়েকটা কাজ করতে পারেন তবে আপনার বাড়িতে কোনদিন প্রবেশ করতে পারবেনা নেগেটিভ এনার্জি। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সদর দরজার পুরস্কার রাখা অত্যন্ত জরুরি। অপরিষ্কার থাকলে সেখান থেকেই নেগেটিভ এনার্জি ঢুকবে তাই সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজা বা উঠোন পরিষ্কার করুন।

দরজা দুই পাশে জল ঢেলে দিন। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের বাইরে যদি স্বস্তিক আঁকা থাকে তবে পজিটিভ এনার্জি বহন করে। রোজ সকালে বাড়ির বড় ছেলে বা কর্তা মূল দরজার উপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন এর ফলে বাড়িতে প্রবেশ ঘটবে মা লক্ষ্মীর।

আরো খবর: এ আবার কি শুরু হ’লো? শ্রীলঙ্কা থেকে লক্ষ লক্ষ বাঁদর তু’লে নিয়ে যাচ্ছে চীন!

হিন্দু ধর্ম মানে বিভিন্ন পুজো অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে আলপনা। লক্ষ্মী পূজা হোক কিংবা সরস্বতী পুজো আলপনা মাস্ট। বিশেষ বিশেষ দিনে মূল দরজার বাইরে আলপনা এঁকে দিন বিশেষ করে চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকলে তার শুভ বলেই গণ্য করা হয।

এভাবে মা লক্ষ্মীকে, ঘরে আমন্ত্রণ জানানো হয় প্রতিদিন যদি ঘরের বাইরে দরজার দুপাশে লক্ষ্মীর চরম এঁকে দেন তবে তা বিশেষ শুভ। প্রতিদিন সকালে পূজো করে হলুদ আর গঙ্গা জল বাইরের দরজায় ছিটিয়ে দিন এর ফলে খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করবে।