সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ঘ’রে বসেই জ’মা করুন লাইফ সার্টিফিকেট, কি’ভা’বে সম্ভব জেনে নিন

দেশে মোট ১ কোটিরও বেশী পেনশনভোগী রয়েছে, তাদের পেনশন দেওয়া হয়ে থাকে ব্যাংক কিংবা পোস্ট অফিসের মাধ্যমে। কিন্তু তার জন্য তাদের প্রতি বছর নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়।আগে এই সার্টিফিকেট ব্যাংক কিংবা পোস্ট অফিস থেকে অফলাইনের মাধ্যমে নিয়ে সেখানে জমা করতে হতো। যেটা বয়স্ক মানুষদের জন্য খুবই অসুবিধার।

কিন্তু এবার বাড়িতে বসেই আপনি আপনার লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন তার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে বা পোস্ট অফিসে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। এর জন্য প্রথমেই আপনাকে আধার ফেস আরডি অ্যাপ’ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পরেই অ্যাপেই থাকবে https://jeevanpramaan.gov.in- এই লিঙ্ক এর মাধ্যমে আপনাকে অ্যাপ ডাউনলোড করতে হবে। সাথে আপনার ইমেইলে আইডি দিতে হবে।

সমস্ত কিছু দেওয়ার পর আপনার ইমেইল আইডিতে একটি otp আসবে। ওটিপি দেওয়ার পরেই আপনি ফাইনালি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর পেনশন ভোগী ব্যাক্তির সমস্ত তথ্য সেখানে আপলোড করতে হবে, আধার নম্বর থেকে শুরু করে প্যান নাম্বার সমস্ত কিছু। এরপর আপনার মুখটাকেউ স্ক্যান করতে হবে অ্যাপের মাধ্যমে, সব হয়ে যাওয়ার পর অ্যাপেই তৈরি হবে আপনার ডিজিটাল সার্টিফিকেট।

সার্টিফিকেট তৈরি হওয়ার পর সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক আপনার রেজিস্টার মোবাইলের এসএমএস এ পাঠানো হবে।সেখানে ক্লিক করে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তবে তার আগে, দশ সংখ্যার বিরল প্রমাণ আইডি আপনাকে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে এবং আপনি যে রোবট নন সেটাও ক্যাপচা দিয়ে প্রমাণ করতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পর আপনি আপনার লাইফ সার্টিফিকেট বাড়িতে বসেই ডাউনলোড করতে পারবেন।