Home চাকরি বি’ষ’পা’নকারী ৫ শিক্ষিকা শা’স’ক দলে যোগ দিতেই সি’দ্ধা’ন্ত বদল শিক্ষা দপ্তরের, বা’তি’ল...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’ষ’পা’নকারী ৫ শিক্ষিকা শা’স’ক দলে যোগ দিতেই সি’দ্ধা’ন্ত বদল শিক্ষা দপ্তরের, বা’তি’ল হলো বদলি

বদলি রুখতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে বিষ পান করেছিলেন 5 শিক্ষিকা। সোমবার সেই পাঁচজন শিক্ষিকা এবং শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল ইসলামের বদলির নির্দেশ বাতিল করে দিল স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষক এবং শিক্ষিকারা সরকারের কাছে আবেদন করেছিলেন সেই আবেদন মঞ্জুর করা হলো।

আন্দোলনকারীদের মধ্যে থেকে সাতজনের বেতন বন্ধ করে রেখেছিল রাজ্য সরকার। তাদের বেতন আবার চালু হচ্ছে বলে জানা গিয়েছে। সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে গত বছরের 18 ই আগস্ট এর নির্দেশিকা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ওই শিক্ষক এবং শিক্ষিকারা ফের তাদের পুরনো জায়গাই ফিরে পেলেন।

গত 18ই আগস্ট শিশু শিক্ষা কেন্দ্রের 26 জনকে বাড়ি থেকে কয়েক শো কিলোমিটার দূরে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা দপ্তর। তাদের দক্ষিণবঙ্গ থেকে সরাসরি উত্তরবঙ্গে বদলি করে দেওয়ার অর্ডার আসে। শিক্ষক ঐক্য মঞ্চ এই সময়ে প্রতিবাদ শুরু করে। বিক্ষোভ দেখাতে দেখাতে বিকাশ ভবনের সামনে বিষ পান করেন 5 জন শিক্ষিকা।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। যদিও কয়েক মাস পরে অবশ্য তৃণমূলে যোগদান করেন ওই পাঁচজন শিক্ষিকা। তারা রাজ্যের শিক্ষামন্ত্রী হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন।