সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ আবার কি শুরু হ’লো? শ্রীলঙ্কা থেকে লক্ষ লক্ষ বাঁদর তু’লে নিয়ে যাচ্ছে চীন!

শ্রীলঙ্কা থেকে বাদর কিনছে চিন। ১ লাখ বাঁদর কিনবে তারা। কিন্তু হঠাৎ করে এমন অদ্ভুত কাজ করার শখ জেগেছে কেন চীনের? চিনা বেসরকারি সংস্থা এই বাঁদর কেনার বরাত পেয়েছে। তারা স্থির করেছে এক লাখের বেশি বাদর কিনবে। শ্রীলংকার কৃষি মন্ত্রক থেকে এই বাদর কেনবার কথা বলা হয়েছে।

চীনের একটি ব্যক্তিগত মালিকানা সংস্থা জানিয়েছে তারা বাঁদর কেনার ব্যাপারে উদ্যোগী। আর শ্রীলঙ্কায় প্রচুর বাঁদরের সমাগম রয়েছে। বেশ কয়েক বছর ধরে শ্রীলঙ্কায় বাঁদর রীতিমতো উৎপাত করে চলেছে সাধারণ মানুষদের। এরফলে তাদের কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

সেই ক্ষতি রুখতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়ে দিয়েছে। বিশেষ করে যেসব বাদর ফসলের ক্ষতি করছে তাদের সনাক্ত করে পাঠানো হবে চীনে। শ্রীলঙ্কা এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের দাবি তারা এই বাঁদরগুলি চিনে পাঠিয়ে দেবে।

আরো খবর: মুকেশ আম্বানি কি জন্মসূত্রে ভারতীয় নন? পড়াশোনা কতটা? রইলো অজানা ত’থ্য

যদিও এই ব্যাপারে শ্রীলংকার কৃষিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি। তিনি এক হাজারের বেশি চিড়িয়াখানা রয়েছে সেখানে শ্রীলংকা থেকে যাওয়া বাদরদের রাখা হবে। বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে শ্রীলংকা, তাছাড়া শ্রীলংকার বর্তমান অচলাবস্থা সম্পর্কে মোটামুটি সবাই জানেন।

বিদেশি মুদ্রা ভান্ডারে শূন্যতা দেখা দিয়েছে। ভারত নিজেও শ্রীলঙ্কাকে বারবার আর্থিক সংকট থেকে মুক্ত করবার জন্য সাহায্য করেছে। বাদর রপ্তানি বিষয়টি তারা জানেন না বলে জানিয়েছে কলম্বোর চীনের দূতাবাস।

কয়েক বছর আগে চীনের উহান প্রদেশে করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাঁদর রপ্তানি করে কিছুটা স্বনির্ভর হতে চায় তারা।