সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোদিকে ক্লিন’চি’ট দিয়ে ED-CBI ত’ল্লা’শি’কে নিয়ে শুভেন্দু-শাহকে ক’টা’ক্ষ মমতার

একের পর এক রাজ্যে সিবি আই ইডি হানা, রাজ্যের মানুষের কাছে এখন একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে যে, আজ কারো না কারো বাড়িতে সিবি আই কিংবা ইডি হানা দেবেই। তবে হ্যা হানা দিয়ে আবার খালি হাতে ফিরেও আসবে না তারা। তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তিনি বিধানসভায় দাঁড়িয়ে আজ সোমবার জানিয়ে দিলেন এই সমস্ত কিছুর পেছনে রয়েছে বিজেপি তবে তিনি এর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করতে একদম রাজি নয়। বরং তিনি মনে করেন অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কারসাজিতেই এমনটা হচ্ছে। তিনি মুখে নাম না নিলেও ইশারায় বুঝিয়ে দিয়েছেন।

তিনি বলেছেন রাজ্যে অতিসক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছেন মমতা সরকার যেটা ১৮৯-৬৪ ভোটে পাশও হয়ে গেছে। আজস এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের দিকে আঙ্গুল তুলেছেন, কেবলমাত্র প্রধানমন্ত্রীকে ছাড় দিয়েছেন। বিজেপি নেতাদের কড়া ভাবে আক্রমণ করেন মমতা ব্যানার্জী। তিনি স্পষ্ট বলেছেন এখন সিবি আই প্রধানমন্ত্রীর দফতরের নয়।

আরো পড়ুন: বি’পু’ল পরিমাণ সম্পত্তির হিসেব চে’য়ে সায়গলের মা-স্ত্রীকে দিল্লিতে ডে’কে পা’ঠা’লো ED

এটা এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের দায়িত্বে রয়েছে। আরস এই কারণেই স্পষ্ট বোঝাইয আচ্ছে এই সমস্ত কাজ কে করতে পারে। অমিত শাহের নির্দেশেই সিবি আই অতি সক্রিয়তা দেখাচ্চেহ রাজ্যে। মমতা ব্যানার্জী স্পষ্ট জানিয়েছে, এই সবের জন্য কখনই প্রধানমন্ত্রীকে দোষ দিতে চান না। কলকাতায় ২১ টি ইডি রেড হয়েছে, ১০৮ টি কেস সিবি আই এর।

আমি বিশ্বাস করি না এই কাজ প্রধানমন্ত্রী করেছেন, এই সব কাজ বিজেপি নেতারা করেছে। মনে রাখবেন আপনারা বুনো ওল হলেও আমি বাঘা তেঁতুল। তবে মুখ্যমন্ত্রী বিধান্সভায় দাড়িয়ে এটাও স্পষ্ট করে দেন তার কথা মতো, যে সিবি আই তদন্তে তার কোনো আপত্তি নেই। কিন্তু তদন্ত নিরপেক্ষ হওয়া দরকার। আমি কখনই তাদের খারাপ বলছি না, কিন্তু তদন্ত নিরপেক্ষ হওয়া উচিৎ। কিন্তু এই সব যে বিজেপি নেতা ও কেন্দ্রের ষড়যন্ত্র যা বোঝা যাচ্ছে।