সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘা থেকে বিদেশ যা’চ্ছে এক কোটি টা’কা’র তেলিয়া ভোলা মাছ, দেখুন ছ’বি

তেলিয়া ভোলা যা, দীঘা থেকে যাচ্ছে বিদেশে এই মাছের দাম ইলিশ মাছের থেকেও অনেক বেশি। এই ধরনের মাছ দেখার জন্য সমুদ্র সৈকতে এসে ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা এবং পর্যটকরা। একদিকে দীঘা পর্যটকদের জন্য একটি মনোরম জায়গায, তেমনি ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে আয়ের উৎসর স্থান। প্রায় ৩৩ টি এই ধরনের মাছ উঠেছে মা বাসন্তী ট্রলারে, যার দাম প্রায় এক কোটি টাকার উপর। এই ধরনের মাছ গোটা দীঘার বাজারে এখন চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে নতুন আয়ের এর উৎস দেখিয়ে।তেলিয়া ভোলা

খবর সূত্রে জানা গেছে এই ধরনের মাছ বাজারে বিক্রি হয় প্রায় কেজি ১২ হাজার ৬০০ টাকা করে। এই ধরনের মাছ ৩৩ উঠেছে ট্রলারে, যার দাম এক কোটি টাকার উপরে। জানা গেছে এরকম এক একটি মাছের দাম ১৩ লক্ষ টাকা।

তেলিয়া ভোলা

আগে এই ধরনের মাছ দু-একটা দেখা যেত তাতেই সমুদ্র সৈকতে দেখা যেত জনস্রোত কিন্তু বর্তমানে এই ধরনের মাছ নিয়ে একেবারে পাওয়া গেল ৩৩ টি। এক সময়ে ৩৩ টি মাছ পাওয়া যাওয়ার পর মৎস্যজীবীরা এবং পর্যটকদের ভিড় জমিয়েছে দীঘা মোহনার মৎস্য বাজারে।

তেলিয়া ভোলা

মাছগুলি পাওয়ার পরেই দীঘা মোহনার আরবরা মাছগুলি নিয়ে যান শ্যামসুন্দর দাসের আরতে এবং এই খবর ছড়িয়ে যাওয়ার পরেই ব্যবসায়ীরা, মৎস্যজীবীরা ভিড় জমিয়েছেন শ্যামসুন্দর দাসের আড়তে। কেজি মাছের দাম নিলামে দাঁড়িয়েছে ১২ হাজার ৮০০ টাকা। কয়েকটি মাছ মিলিয়ে ইতিমধ্যেই দাম উঠেছে প্রায় ৯৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকায়।

তেলিয়া ভোলা

কিভাবে এতগুলি মাছ জালে ধরা পরল সে ব্যাপারে এখনও কেউ স্পষ্ট নয়। এই ধরনের মাছ বিদেশে রপ্তানি হয় বলে জানা গেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন এই ধরনের মাছের থেকে পাওয়া কিছু অংশ চিকিৎসার কাজে ব্যবহৃত হয় সেই জন্যই গোটা বিশ্বে এই ধরনের মাছের খুব দাম।