সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্ডিয়া পোস্টের অ’ধী’নে বহু শূন্যপদে নিয়োগ, সরকারি চাকরিতে সে’রা সু’যো’গ

করোনা মহামারীর জন্য কয়েকবছর সরকারি পরীক্ষা গুলি হতে দেরি হলেও এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে ফেরা গেছে। আস্তে আস্তে সব পরীক্ষারই বিজ্ঞপ্তি বেরোনো শুরু হয়েছে। প্রাইমারি টেট থেকে শুরু করে এসএসসি সবই পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে। আর ঠিক তেমনি ইন্ডিয়ান পোস্ট থেকেও চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে ইতিমধ্যেই।

অনলাইনে এই পরীক্ষার জন্য আবেদন করতে হবে। এবং ২২ নভেম্বর অবধি আবেদন করা যাবে। তবে যদি কোনো ডেট বদল হয় বা কিছু হয় তাহলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এই পোস্টে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান/মেল গার্ড, মাল্টি-টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।

এই পোস্টের জন্য মোট শূন্যপদ রয়েছে ১৮৮ টি। বয়সসীমা থাকছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট – সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরপোস্টম্যান/মেল গার্ড – সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরমাল্টি-টাস্কিং স্টাফ – সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর।

আরো পড়ুন: বিদেশে যে’তে লা’গ’বে না পাসপোর্ট! আধার কা’র্ড থাকলেই হবে, রইলো সেসব দেশের তা’লি’কা

কিভাবে করবেন আবেদন আসুন জেনে নেওয়া যাক। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গিয়ে হোম পেজ অ্যাপ্লিকেশনে ট্যাব করতে হবে। নির্দিষ্ট পদ নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। বিভিন্ন তথ্য, ডকুমেন্ট ও সার্টিফিকেট-সহ আবেদন ফর্মটি পূরণ করতে হবে।আবেদন ফি দিতে হবে।

আবেদন ফি ১০০ টাকা। মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার প্রার্থী, এসসি/এসটি, পিডব্লুবিডি, প্রাক্তন সেনাকর্মী প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও আবেদন করার পরে ভবিষ্যতের সুবিধার্থে প্রার্থীরা ফর্মের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে পারেন।

এই পদ গুলির জন্য বেতন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট – ২৫,৫০০ টাকা থেকে ৮১,০০০ টাকাপোস্টম্যান/মেল গার্ড – ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকামাল্টি-টাস্কিং স্টাফ – ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা। এছাড়াও, এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে DOPSPORTSRECRUITMENT.IN গিয়ে খোঁজ নিতে পারেন।