সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাধারণ পাথর ভে’বে ফে’লে দি’তে চেয়েছিলেন, ভাগ্যের জোরে ২০ কো’টি’র হীরের মালকিন হলেন বৃদ্ধা

আমেরিকায় বসবাসকারী এক বৃদ্ধার সাথে যা ঘটেছে তা যে কাউকেই সম্পূর্ণ অবাক করে দিতে পারে। মূলত, ওই বৃদ্ধার কাছে একটি হিরের মত পাথর ছিল। যেটি সম্পর্কে বিস্তারিত কিছুই জানতেন না তিনি।

এমনকি সেটি তিনি কার্যত আস্তাকুঁড়ে নিক্ষেপও করতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে তাঁর এক প্রতিবেশী তাঁকে এটি নিয়ে গিয়ে কোনো দোকানে দেখাতে বলেন। আর তারপরেই চক্ষুস্থির হয়ে যায় তাঁদের।

দোকানে নিয়ে যাওয়ার পর জানা যায় যে, এতদিন তাঁর কাছে ছিল একটি ২০ কোটি টাকা দামের হিরে। যা ঘুণাক্ষরেও টের পাননি ওই বৃদ্ধা।

আরো পড়ুন: অমিত শাহকে ডিনারে ডা’কা’য় টিএমসি বিধায়কের খোঁ’চা সৌরভ গাঙ্গুলিকে

একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, শাহনাজ নামের ওই বৃদ্ধার বয়স হল ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। বেশ কয়েক বছর আগে তিনি “কস্টিউম জুয়েলারি” মনে করে একটি পাথর কিনেছিলেন।

এদিকে, দীর্ঘদিন ধরে ব্যবহারের পর নর্থম্বারল্যান্ডে বসবাসকারী ওই বৃদ্ধা সেই পাথরটিকে আস্তাকুঁড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে, তিনি যখন এই সিদ্ধান্ত নেন তখন তাঁর এক প্রতিবেশী ওই পাথরটি সম্পর্কে তাঁকে বিস্তারিত জানতে বলেন।

বারংবার বলার পর তিনি শেষে একটি দোকানে গিয়ে এই পাথরটির আসল সত্য জানতে পারেন। আর এটির প্রকৃত দাম জানার পর কার্যত আকাশ থেকে পড়েন তিনি।

এই প্রসঙ্গে তিনি জানান, ওই বৃদ্ধা এখানে এসেছিলেন। তাঁর কাছে পাথর নয় বরং একটি হিরে ছিল। ওই হিরের দাম হল ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। অর্থাৎ এক মুহূর্তেই কার্যত ভাগ্য ফিরে যায় ওই বৃদ্ধার।