সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Alto ছে’ড়ে WagonR কি’ন’তে ছুটছেন গাড়িপ্রেমীরা! কারণটা কি?

চলতি বছরে প্রথম ছয় মাসে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হল মারুতি সুজুকি ওয়াগন আর। মঙ্গলবার একটি সংবাদপত্রে রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

বিগত ছয় মাসে এই গাড়ি ১.১৩ লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। ২০২১ সালের তুলনাই এই সংখ্যাটা ১৯.৫৮ শতাংশ বেশি।

ওয়াগন আর ট্যুর থেকে জেড এক্স আই পেট্রোল এবং সিএনজি বিক্রি করে মারুতি সুজুকি। গাড়ির কয়েকটি ফিচারের মধ্যে ডুয়াল টোন ইন্টেরিয়ার পিছনে ৬০:৪০ স্পিড সিট, টিল্ট স্টিয়ারিং অন্যতম আকর্ষণ।

আরো পড়ুন: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজেদের স’রি’য়ে নিচ্ছে রাশিয়া, চা’পে নাসা

এই মডেল গুলো দেখতেও বেশ ভালো। অটো গিইয়ার সিফটের অপশন দেওয়া রয়েছে। এই গাড়ির দাম প্রায় ৫.৪৭ লক্ষ টাকা থেকে ৭.২০ লক্ষ টাকা।

ভারতে বিক্রি নিরিখের দ্বিতীয় এবং তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হল মারুতি সুজুকি সুইফট এবং ডিজায়ার। চতুর্থ স্থানে রয়েছে টাটা nexon সাব কম্প্যাক্ট এসইউভি। এই গাড়ির প্রায় ৮২ হাজার ৭৭০ ইউনিট বিক্রি হয়েছে।

এছাড়া মারুতি সুজুকি বালেনো, আরটিগা এবং অলটো যথাক্রমে ৭৪ হাজার ৮৯২,, ৬৮ হাজার ৯২২ এবং ৬৮ হাজার ৬৮০ ইউনিট বিক্রি হয়েছে।