সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেন ছে’ড়ে যাওয়া বিদেশি পড়ুয়াদের ডাক্তারি প’ড়া শেষ করার সু’যো’গ দি’চ্ছে রাশিয়ার বিশ্ববিদ্যালয়

প্রায় এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। যুদ্ধ শুরু হতেই বিপাকে পড়ে গিয়েছিল ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনীর যৌথ অগ্রসর হয়েছে ইউক্রেনের দিকে, ততোই বিপাকে পড়ে গেছে ইউক্রেইন।

শুধুমাত্র ইউক্রেনের বাসিন্দারা নয়, যুদ্ধ শুরু হতেই পড়াশুনো ছেড়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন অন্যান্য দেশের ছাত্রছাত্রীরা। মাঝপথে বন্ধ হয়ে যায় পড়াশোনা। এবার দলছুট পড়ুয়াদের বিকল্প ব্যবস্থা করার ব্যবস্থা নিয়েছে রাশিয়া।

ইউগেনে পাঠরত মেদিক্যাল পড়ুয়ারা কোনরকম এন্ট্রান্স পরীক্ষা ছাড়া ভর্তি হতে পারে রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয় গুলোতে। এমনকি রাশিয়ায় পড়াশোনা করতে গেলে আলাদা করে কোনো বেতন দিতে হবে না সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের।

আরো পড়ুন: হিন্দুদের কি একাধিক রাজ্যে সংখ্যালঘু ত’ক’মা দেওয়া যাবে? কেন্দ্রের কাছে জানতে চাইলো সুপ্রিম কোর্ট

ইতিমধ্যেই 140 জন ভারতীয় পড়ুয়াদের না ফিরে পাড়ি দিয়েছে মলদোভাতে। ইউক্রেনের প্রতিবেশী এই দেশীয় বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে যেখানে ভর্তি হয়েছেন ছাত্রছাত্রীরা। এবার ইউক্রেনে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর কথা জানালেন রাশিয়া।

ইউক্রেনের প্রতিবেশী এই দেশে বিভিন্ন মেডিকেল কলেজে ইতিমধ্যে ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে গেছেন। ভারতীয়দের বিশেষ গুরুত্ব দিচ্ছে রাশিয়া। বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে পরামর্শ তাদের অনুরোধ করা হয়েছে তারা যেন ভারতীয় পড়ুয়াদের উৎসাহ দেন রাশিয়ায় পড়াশোনা করার জন্য।

মহেন্দ্র পাটিল জানিয়েছেন, এটি রাশিয়ান বিশ্ববিদ্যালয় থেকে আমি পেয়েছি পড়াশোনা করার। রাশিয়া ইউক্রেনের বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে আগ্রহী।

বর্তমানে প্রায় 16 হাজার ভারতীয় পরিবার রাশিয়ার বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করছেন। রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়া এবং অভিভাবকদের বিশেষভাবে উৎসাহিত করার জন্য অনলাইন মিটিংয়ের ব্যবস্থা করেছেন।

আরো পড়ুন: মানবসভ্যতা ২০৪০ সালেই প্রায় ধ্বং’সে’র মু’খে পড়বে! ভ’য়’ঙ্ক’র ভবিষ্যৎবাণী কম্পিউটার প্রোগ্রামের

ইউক্রেন থেকে ভারতে ফিরে আসার পর স্বাভাবিকভাবেই মেডিকেল পড়ুয়ারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হয়ে পড়েছিলেন কিন্তু রাশিয়ার এই প্রস্তাবে আরো একবার আশার আলো দেখছেন সেই সমস্ত পড়ুয়ারা।

নিরাপদ কোন জায়গা থেকে পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক সমস্ত ছাত্র-ছাত্রীরা। যদিও ন্যাশনাল মেডিকেল কমিশন ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন, ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়ারা ভারতে ইন্টার্নশিপ করতে পারবেন। তবে বিদেশ থেকে ফিরে আসার পর অনেকেই আর রাশিয়ার পড়াশোনা করতে রাজি নয়।