সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পদ্মবিভূষণ পুর’স্কা’রে সম্মানিত ক’রা হলো ORS-র জ’ন’ক দিলীপ মহালনবিশকে

ফের এক বাঙালি পেলে পদ্ম পুরস্কার। সাধারণতন্ত্রের প্রাক্কালে ঘোষণা করা হলে পদ্ম পুরস্কারের। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানিত ভূষিত করা হলো ও আর এস এর জনক দিলীপ মহলা নবিশ কে। মরণোত্তর সম্মান দেওয়া হলে তাকে। গতবছর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় কে এই পুরস্কারেই সম্মানিত করা হয়েছিল। যদিও তারা এই সম্মান প্রত্যাখ্যান করে দেন।

এছাড়াও এই সম্মান পেয়েছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সংগীত শিল্পী রশিদ খান। গত ১৬ অক্টোবর ৮৮ বছর বয়সে, তুই এত হয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক দিলীপ মহলানবিশ। নুন চিনি এবং অন্য ফ্লুইড দিয়ে তৈরি ওআরএস তৈরি করেছিলেন তিনি।

৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় কলেরার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রথম সারিতে দাঁড়িয়ে মোকাবিলা করেছিলেন তিনি। সে সময় গ্রামের পর গ্রাম উজার হয়ে যাচ্ছিল এই রোগে। কলেরা এবং ডায়রিয়া আক্রান্তদের ওপর তিনি প্রয়োগ করেছিলেন ও আর এস। রীতিমতো ম্যাজিক এর মত কাজ হয়েছিল তখন।

আরো খবর: মহিলাদের নিয়ে আ’জ’ব নী’তি! এই কাজ না করলে বি’য়ে হবে না!

বাংলাদেশ যুদ্ধের সময় বনগাঁর এটি রিফিউজি ক্যাম্পে মেডিকেল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ। এবছর পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন তেলেঙ্গানার অসতিপর অধ্যাপক বি রামা কৃষ্ণ রেড্ডি, প্রবীণ লোক শিল্পী মুনি ভেঙ্কটাপ্পা, জলপাইগুড়ির সারিন্দা বাদক ১০২ বছরের মঙ্গলকান্তি রায়।

তালিকায় রয়েছেন, মিজো লোকসংগীত শিল্পী কে সি রুনরেমসাংগি, কর্নাটকের লোকনৃত্য শিল্পী রানি মাচাইয়া, ছত্তিশগড়ের কাঠশিল্পী অজয় কুমার মান্ডাভি, হিমাচলপ্রদেশের জৈব কৃষিকাজে বিপ্লব ঘটানো নেকরাম শর্মা।

ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যাপক জানুম সিং সয়, বিহারের বস্ত্রশিল্পী কপিলদেব প্রসাদ, রাজস্থানের পিথোরা শিল্পী পরেশ রাথওয়া, গুজরাটের কলমকারি শিল্পী ভানুবাই চৈতারা, জম্মু কাশ্মীরের সন্তুর বাদক গুলাম মহম্মদ জাজ, মহারাষ্ট্রের রঙ্গভূমি শিল্পী পরশুরাম কোমাজি খুনে, ছত্তিশগড়ের নাট্যশিল্পী দোমার সিং কুঁয়র।