সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরি পাওয়া ববিতা সরকারকে নিয়ে চা’ঞ্চ’ল্য’কর ত’থ্য, প্রশ্নের মু’খে প্রার্থীপদই

পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিত অধিকারীর চাকরি বাতিল করে সেই চাকরি ববিতা সরকারকে দেওয়া হয়েছে এটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ববিতা সরকার এখন তিনি কোচবিহার জেলার মেখলিগঞ্জ হাই স্কুলে রাষ্ট্রবিজ্ঞান এর শিক্ষিকা পদে নিযুক্ত।

তবে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এসএসসির কাছে আবেদনের সময়ই নাকি তিনি নম্বর বাড়িয়ে দেখিয়েছেন। যার কারণেই তার স্কোর বৃদ্ধি পেয়েছে অনেকটাই। অঙ্কিতা অধিকারী ববিতার সরকারের জায়গায় চাকরি পেয়েছিল বলেই অভিযোগ ওঠে।

যার কারণে ববিতা সরকার মামলা করে শেষ পর্যন্ত নিজের চাকরি ছিনিয়ে নেয়। এমনকি কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় অঙ্কিত অধিকারী সমস্ত বেতনের টাকা যেন ববিতা সরকার কে দেয়।

আরো খবর: রিয়া কি অ’বস্থা করেছে সুশান্তের! অভিনেতার এই ভিডিও দে’খে চো’খ ছলছল ভক্তদের

এখন যখন ববিতা সরকারের বিরুদ্ধে নতুন এক অভিযোগ উঠেছে তখন, বলা হচ্ছে কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব কিছু খতিয়ে দেখে তার চাকরি পাওয়ার নির্দেশ দেয় নি? এই বিষয় নিয়েই আইনজীবী মহলে উঠছে এখন প্রশ্ন।

এই বিষয় নিয়ে এস এস সির তরফে জানানো হয়েছে, নতুন করে ভুল ভ্রান্তির কথা শুনছি কিন্তু আমরা নতুন করে কোনো পদক্ষেপ গ্রহণ করবো না এখনই। আদালত বললে কিংবা লিখিত অভিযোগ হলেই আমরা তার তথ্যাদি খতিয়ে দেখব।