সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪৫ হাজার কর্মী নি’য়ো’গ করবে এই ভারতীয় সংস্থা, আপনার কাছে বি’রা’ট সুযোগ, জানুন বি’শ’দে

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। এবার দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থার বিপুল কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এইচসিএল মার্চের শেষ হবার ত্রৈমাসিক এবং সম্পূর্ণ অর্থবছরে লাভ-ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেছে।

একইসঙ্গে সংস্থায় বিপুল নিয়োগ পরিকল্পনা বিষয়টিও ঘোষণা করা হয়েছে। গত 3593 কোটি টাকার আয় হয়েছে এই সংস্থার।2022-23 অর্থবছরে প্রায় 45 হাজার কর্মী নিয়োগ করতে চলেছে এই আইটি সংস্থা।

নতুন ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য একটা দারুণ সুখবর। ক্রমবর্ধমান কর্মী চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইব্রিড মডেল অনুসরণ করে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংস্থা।

আরো পড়ুন: মারাত্মক রো’গে আ’ক্রা’ন্ত পেলে! কেমন চে’হা’রা হয়েছে কিংবদন্তির দেখে নিন

এই মডেল অনুসারে করোনা আবহের মত কিছু কর্মী work-from-home থেকে কাজ করতে পারবেন। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে অনেক সংস্থা বাড়ি থেকে কাজের সুবিধা জারি করে রেখেছে।

এর ফলে সংশ্লিষ্ট কর্মীদের নির্দিষ্ট কিছু দিন অফিসে যেতে হলে বাকি সময়টা বাড়ি থেকে কাজ করা যায়। কোনও কোনও সংস্থা নির্দিষ্ট কিছু কর্মীদের অফিসে আনার কথাও ভাবছে। সেক্ষেত্রে বাড়িতে বসেই কাজ করতে পারবেন কর্মীরা।

নতুন অর্থবছরে অফিসে 12 থেকে 15 শতাংশ কর্মী নিয়ে কাজ করার কথা ভাবছে এই সংস্থা। বর্তমানে 165 টি দেশের কর্মী এইচসিএলে কাজ করছেন।

বর্তমানে এই সংস্থা তে মোট 2 লক্ষ 8 হাজার 877 জন কর্মী কাজ করছেন। গত বছর মোট 39 হাজার 900 জনকে নিয়োগ করেছে এই সংস্থা। তারমধ্যে ফ্রেসার ছিলেন 23 হাজার।