সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০০ টা’কা ক’রে করুন বি’নি’য়ো’গ, কোটিপতি হওয়ার সু’যো’গ পাবেন

বর্তমানে মিউচুয়াল ফান্ডের প্রতি সাধারণের আস্থা বাড়ছে। 2021 সালের ডিসেম্বর মাসের রেকর্ড অনুযায়ী এসআইপিতে বিনিয়োগের পরিসংখ্যান বেড়ে 11 হাজার 305 কোটি টাকা হয়েছে। লংটাইম বিনিয়োগের ক্ষেত্রে দারুন সুবিধা পাওয়া যায়। 100 টাকা দিয়ে বিনিয়োগ করতে শুরু করলে নিয়মিত বিনিয়োগের মাধ্যমে সহজেই লক্ষ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। যদি কেউ 21 বছর বয়স থেকে দৈনিক 100 টাকা করে সঞ্চয় করেন তাহলে 50 বছর বয়সে তিনি পাবেন 1 কোটি টাকা।

যদি কেউ 21 বছর বয়স থেকে প্রতিদিন 100 টাকা করে সঞ্চয় করেন তা হবে প্রতি মাসে 3000 টাকা বিনিয়োগ করবেন। তিনি এরপর যদি তিন হাজার টাকার একটি এসআইপি করেন তাহলে 12% রিটার্ন পাবেন। পরবর্তী 30 বছর অর্থাৎ ওই ব্যক্তির 50 বছর বয়স হওয়া পর্যন্ত 1.1 কোটি টাকার তহবিল তৈরি করে ফেলতে পারেন। এ সময় তার মোট বিনিয়োগ হবে 10.8 লক্ষ টাকা। তিনি লাখ করছেন 95.1 লক্ষ টাকা।

মিচুয়াল ফান্ডের এমন অনেক স্কিম রয়েছে যা সাধারণের জন্য লাভজনক। দীর্ঘমেয়াদে 12% বার্ষিক রিটার্ন পেতে পারেন। বার্ষিক রিটার্নের উপরে তহবিল বৃদ্ধি বা কম হওয়া নির্ভর করছে। তবে মনে রাখতে হবে বাজারে অস্থিরতা দেখা দিলে এসআইপিতে তার প্রভাব পড়তে পারে। তবুও এসআইপির প্রতি সাধারণের আস্থা বাড়ছে। 2021 সালের নভেম্বর মাসে যেখানে এস আই পিল একাউন্ট সংখ্যা 4.78 কোটি ছিল সেখানে গত মাসে তা বেড়ে হয়েছে 4.91 কোটি। বিশেষজ্ঞদের মতে এসআইপি long-term এর ক্ষেত্রে এসআইপি লাভজনক এবং অপেক্ষাকৃত কম ঝুঁকিসম্পন্ন স্কিম। তাই সাধারণ মানুষ এখানে বিনিয়োগ করলে অপেক্ষাকৃত বেশি লাভবান হতে পারেন।