সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইমরান খানকে ল’ক্ষ্য করে গু’লি, ডান পায়ে বু’লে’টে’র আ’ঘা’ত

ভারতের শত্রুদেশ বলে পাকিস্তানকে বলা হয়ে থাকে। কারণ অতীতে সেই দেশ আমাদের সাথে যা করেছে বা এখনও করে চলেছে তাতে পাকিস্তানকে আমরা কোনো ভাবেই ভরসা করতে পারি না। তবে ওই দেশের শত্রু কিছু কম নেই। অনেকেই আছেন যারা পাকিস্তানকে সহ্য করতে পারে না তাদের আগ্রাসী নীতির কারণে। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদযাত্রায় বেরিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। কি হয়েছিল সেদিন আসুন জেনে নেওয়া যাক।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, ওয়াজিরাবাদ জেলার গুরুজনওলার আলওয়ালা চকে একটু এসিউভি করে লং মার্চের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইমরান খান। মূলত জনসাধারণের সাথে সু- সম্পর্কের জন্য বা পাকিস্তানে গণতন্ত্র পুনঃ নির্মানের জন্য এই পদযাত্রার ডাক দেন তিনি। কিন্তু সেখানেই ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা।

ঠিক হয়েছিল লিবার্টি চক থেকে তাদের দলের সকল নেতা, কর্মী ও সমর্থকরা ৪০০ কিমি হেঁটে ইসলামাবাদ যাবে। সেই মত শুরু হয়েছিল পদযাত্রা। কিন্তু ওয়াজিরাবাদেই হটাৎ করেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এক ব্যাক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে। তাঁর ডান পায়ে বুলেট লেগে তিনি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: বি’রা’ট ঘটনা, এবার গ্যাস ছাড়াই ক’রা যা’বে রান্না! এই স্টোভ ঘরে আনলেই কে’ল্লা’ফ’তে

তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিকাকত আলী খান এক জনসভায় গুলিবিদ্ধ হযে মারা যান এর পরে ২০০৭ সালে বোমারু হামলায় পাকিস্তানের আরো এক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হন সামান্য একজন আত্মঘাতী ১৫ বছরের যুবকের হাতে। তবে বেশিরভাগই জানা যায় পাক তালিবানরাই এই হামলার নির্দেশ দেয়। তবে। বর্তমানে ইমরান খানকে কে মারতে চেয়েছেন এখনই জানা যায়নি এখনো তদন্ত চলছে।