সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট ঘটনা, এবার গ্যাস ছাড়াই ক’রা যা’বে রান্না! এই স্টোভ ঘরে আনলেই কে’ল্লা’ফ’তে

বর্তমান দিনে দাঁড়িয়ে যেকোনো দ্রব্যমূল্যের দাম এতটাই বেড়ে যাচ্ছে যে সাধারণ মানুষের জন্য খুবই চাপ হয়ে যাচ্ছে। সামান্য আগুন জ্বালাতে গ্যাসের দামে রীতিমত ছাঁকা খাওয়ার মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে।কিন্তু উপায় না পেয়ে মানুষকে যেভাবে হোক এগুলো ক্রয় করতেই হচ্ছে। কিন্তু সম্প্রতি এই গ্যাসের বদলে অন্য কিছুতে রান্না করার কিছু উপায় বের করা গেছে। আসুন জেনে নেওয়া যাক কি সেই নতুন পদ্ধতি।

জানা যাচ্ছে, এখন একটি ইলেকট্রিক স্টোভ আবিষ্কার হয়েছে। যেই স্টোভে কোনো রকম গ্যাস ছাড়াই রান্না করা যাবে। এর জন্য যদিও লাগবে বিদ্যুৎ। তবুও গ্যাসের থেকে কিছুটা হলেও সাশ্রয়ী। এবার দেখে নেওয়া যাক কি কি কোম্পানিতে এই ইনডাকশন স্টোভ পাওয়া যায় এবং কেমনই বা তার দাম।

১. USHA 1 Burner Carbon Steel 1600 Watts Induction Cooktop: এই Induction Cooktop-এর মূল মূল্য হল ৪,০৯০ টাকা। কিন্তু, আপনি এটি ৩৯ শতাংশের ছাড়ের পরে মাত্র ২,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এটির ওপর এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এতে মোট ৫ টি রান্নার মোড উপলব্ধ রয়েছে। এছাড়াও, যেহেতু এটি বিদ্যুতের সাহায্যে কাজ করে তাই এটি গ্যাসের খরচও কমিয়ে দেয়।

আরো পড়ুন: হঠাৎ করেই আমি’ষ খাওয়া ব’ন্ধ করে দিলেন রিতেশ ও জেনেলিয়া! কিন্তু কেন?

২. Pigeon Rapido Premium 1 Burner Induction Cooktop (Black): এটির সাহায্যেও আপনি যেকোনো ধরণের খাবার রান্না করতে পারেন। এবং আপনার রান্নার জন্য কোনো গ্যাস সিলিন্ডারেরও প্রয়োজন হবে না। এছাড়াও, যদি Croma থেকে এটি কেনা যায় সেক্ষেত্রে আপনি এতে বিশাল ছাড় পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই Induction Cooktop-এর নির্ধারিত মূল্য ৩,১৯৫ টাকা হলেও আপনি এটি ৫৩ শতাংশের বিশাল ছাড়ের পরে মাত্র ১,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও, এই Induction Cooktop-এ আপনি LED ডিসপ্লের পাশাপাশি ডিজিটাল টাইমার কন্ট্রোলের সুবিধাও পাবেন। সর্বোপরি, এটিতে একটি অটো-অফের অপশানও রয়েছে।