সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বেসরকারি ব্যাংক ফিক্সড ডিপোজিটে দি’চ্ছে ৮ শতাংশ সু’দ!

গ্রাহকদের জন্য এবার সুখবর, কারণ ইতিমধ্যেই বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে , বন্ধন ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কের তুলনায় সবচেয়ে বেশী লাভজনক ফিক্সড ডিপোজিট ৮% হারে গ্রাহকদের সুবিধার্থে প্রদান করছে।

হিসেব অনুযায়ী , প্রবীণ নাগরিকদের ৮% হারে, ৬০০ দিনের জন্য ৭.৫০% হারে,৬ মাস এবং ৬ মাস ১ বছরের জন্য প্রবীণ কিংবা অপ্রবীণদের জন্য ৪.৫০% থেকে ৫.২৫%।

এদিকে ৩১ থেকে ২ মাস পর্যন্ত প্রবীণ ও অপ্রবীণদের ৩.৫০% থেকে ৪.২৫% সুদের হার দেওয়া হবে। জানা গেছে ফিক্সড ডিপোজিট করলে প্রবীনদের ৭.৫০% ও অ প্রবীণদের ৭% সুদের হার দেওয়া হবে।

আরো পড়ুন: আজ দেশজু’ড়ে পালন করা হচ্ছে গুরু নানক জয়ন্তী, জানুন এদিনের গু’রু’ত্ব

৫-১০ বছরের মেয়াদে অ প্রবীণদের ৫.৬০% ও প্রবীণদের ৬.৩৫% হারে দেওয়া হবে। তবে হ্যা এটা কিন্তু মনে রাখতে হবে প্রবীন নাগরিকদের হার গুলি শুধুমাত্র ভারতীয় বাসিন্দাদের ক্ষেত্রে এন আর আই দের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সিনিয়র সিটিজেন রেট পেতে হলে অবশ্যই তার প্রমাণ পত্র জমা করাটা আবশ্যক।