সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ দেশজু’ড়ে পালন করা হচ্ছে গুরু নানক জয়ন্তী, জানুন এদিনের গু’রু’ত্ব

সারাদিন জুড়ে পালন করা হচ্ছে গুরু নানক জয়ন্তী। কার্তিক মাসে এই বিশেষ উৎসব পালন করা হয়। শিখ ধর্ম সম্প্রদায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব কি হলো গুরু নানক জয়ন্তী। তৃতীয় অনুসারে এই বছর ৮ নভেম্বর পালন করা হবে এই উৎসব। এই বিশেষ দিনে গুরু নানককে শ্রদ্ধা নিবেদন করেন সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষ।

এবছর গুরু নানকের ৫৫৩ তম জন্মদিন পালন করা হবে। গুরু নানক ছিলেন ১০ জন শিব গুরুর মধ্যে প্রথম যিনি শিখ ধর্মের প্রবর্তন করেছিলেন। গুরুর আলোকে জন্ম হয়েছিল 1869 খ্রিস্টাব্দে লাহোরের কাছে। গুরু নানক বিশ্বাস করতেন, সকলে ঈশ্বরের প্রার্থনা করতে পারে। তিনি বিশ্বাস করতেন সকল শক্তি এক ঈশ্বরের মধ্যে কেন্দ্রীভূত।

১৮০০৯ সালে কার্তিক পূর্ণিমা দিন গুরু নানক দেব জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম এবং হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। ঈশ্বরের উপলব্ধি করার জন্য তিনি ১৮৯৬ খ্রিস্টাব্দে পরিবার ত্যাগ করে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। তিনি মক্কা মদিনা শ্রীলঙ্কা সহ একাধিক স্থানে নিজের বাণী প্রচার করেন। পঞ্চদশ শতাব্দীতে তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। গুরু নানকের বাণী গ্রন্থ সাহেব নামক একটি বইতে লেখা রয়েছে।

আরো পড়ুন: আজকের চন্দ্রগ্রহণ কিভা’বে লেন্সবন্দি করবেন? রইলো ট্রি’ক’স

এ বিশেষ তিথিতে সর্বত্র বিশেষ উৎসবের আয়োজন করা হয় আজ। অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা আগে এক টানা গুরুগ্রন্থ পাঠ করা হয়। দুপুরে লঙ্গরের আয়োজন করা হয়। দিন শুরু করা হয় পদযাত্রা দিয়ে। স্বেচ্ছাসেবকরা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে। এইভাবে প্রতি বছর পালন করা হয় গুরু নানক জয়ন্তী। গুরু নানকের জন্মতিথিতে আয়োজন করা হয় এই বিশেষ উৎসব।