সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজকের চন্দ্রগ্রহণ কিভা’বে লেন্সবন্দি করবেন? রইলো ট্রি’ক’স

এবছরের শেষ চন্দ্রগ্রহণ যেটাকে ক্যামেরা বন্দী করবেন কিভাবে? আজ মঙ্গলবার রাস পূর্ণিমার শেষ চন্দ্রগ্রহণ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এটি দৃশ্যমান হবে। দুপুর ১ টা ৩২ মিনিট থেকে শুরু হবে উপচ্ছায়া গ্রহণ ও এরপরেই আংশিক গ্রহণ শুরু হবে ২ টা ৩৯ মিনিট ও এরপরে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ ৩ টা ৪৬ মিনিটে।

যদিও এই সময়ের মধ্যে কলকাতার আকাশে চাঁদ থাকবে না, চাঁদ দেখা যাবে ৪ টা ৫২ মিনিটে, ৫ টা ১১ মিনিট পর্যন্ত দেখা যাবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। আংশিক গ্রহণের সময় ৬ টা ১৯ মিনিট পর্যন্ত কিন্তু উপচ্ছায়া গ্রহণ ৭ টা ২৬ মিনিট পর্যন্ত। স্বাভাবিক ভাবেই যারা ছবি তুলতে ইচ্ছুক, তারা কিন্তু বছরের শেষ চন্দ্রগ্রহণকে ক্যামেরা বন্দী করতে পারেন।

তার জন্য অবশ্যই ভালো ক্যামেরা লেন্স থাকতে হবে, যার লেন্সের জুম ইন যত ভালো ততই ছবির কোয়ালিটি ভালো থাকবে। মোবাইলের ক্যামেরায় তেমন একটা ছবি তুলতে পারবেন না, কারণ ডি এস এল আরের তুলনায় মোবাইলের জুম ইন ক্ষমতা কম। তবে হ্যা চাইলে তুলতেই পারেন।

আরো পড়ুন: সব ঠি’ক থাকলে ২০২৫-ই মহাকাশে পর্যটক পা’ঠা’বে এই ভারতীয় সংস্থা, জানুন খরচ

৪০০ এম এমের লেন্স চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য আদর্শ। তবে ২০০-২৫০ তেও কাজ চলে যাবে। ওয়াইড এঙ্গেল ক্যামেরায় ছবি আরও ভালো আসবে। পয়েন্ট এন্ড শুট ক্যামেরায় চন্দ্রগ্রহণের ছবি তুলতে চাইলে সম্পূর্ণ জুম কিন্তু এনেবেল করতে হবে। সাথে ISO 400 সেট করে অ্যাপারচার f/8 অথবা f/11 রাখুন।

এছাড়াও শাটার স্পিড রাখুন বাল্ব মোডে, এরপরে অটো ফোকাস মোড অফ করে চাদের দিকে ম্যানুয়াল ফোকাস রাখুন। এছাড়াও ক্যামেরায় নয়েস রিডাকশন মোড থাকলে তা এনেবেল করে নিন, মাথায় রাখবেন চাঁদ যেহেতু প্রতি মূহূর্তে সড়ছে তাই লম্বা এক্সপোজার দরকার, কিন্তু মাথায় রাখতে হবে বেশী লম্বা এক্সপোজার হলে সেটা ছবি ঝাপসাও করতে পারে।