সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব ঠি’ক থাকলে ২০২৫-ই মহাকাশে পর্যটক পা’ঠা’বে এই ভারতীয় সংস্থা, জানুন খরচ

মহাকাশে 2025 সালের মধ্যে সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার জন্য পাড়ি দেওয়া যাবে। হাই অলটিচিউড বেলুনে চেপে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন পর্যটকরা। স্পেস অরা অ্যারোস্পেস টেকনোলজি প্রাইভেট লিমিটেড নামে ভারতীয় সংস্থা এই উদ্যোগ নিয়েছে।

এলন মাস্কের মহাকাশ সংস্থা SpaceX -এর থেকে অনুপ্রাণিত এই বেসরকারি কোম্পানিটি মহাকাশে পর্যটক পাঠাতে 10 ফুট x 8 ফুট ক্যাপসুল তৈরি করছে। যা চড়ে 6 জন পর্যটক একসঙ্গে মহাকাশে পাড়ি দিতে পারবেন। যদিও ভূপৃষ্ঠ থেকে 35 km উচ্চতায় পৌঁছবে এই ক্যাপসুল।

ইতিমধ্যেই এই ক্যাপসুলের প্রোটোটাইপ SKAP 1 প্রকাশ্যে এনেছে মুম্বইয়ের সংস্থাটি। এই প্রোটোটাইপ বিজ্ঞানী ও সাধারণ মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 2025 সালের মধ্যে প্রথম ফ্লাইট মহাকাশে পাঠানো লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মনে করা হচ্ছে একবার মহাকাশে পাড়ি দিতে খরচ হবে প্রায় 50 লাখ টাকা।

আরো পড়ুন: দুপুরেই রয়েছে চন্দ্রগ্রহণ, বাংলার কোন কোন জে’লা থেকে দে’খা যা’বে? জানুন বি’শ’দে

স্পেস অরার প্রতিষ্ঠাতা ও CEO আকাশ পোরওয়াল PTI – কে জানিয়েছেন, 3 বছরের মধ্যে মহাকাশে পর্যটক পাঠানোর লক্ষ্যমাত্রা রেখেছে সংস্থা। পোরওয়াল জানিয়েছেন, ISRO ও TIFR -এর বিজ্ঞানীদের সাহায্য নিয়ে এই সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে জোর কদমে কাজে ব্যস্ত সংস্থার কর্মীরা।