সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেনাবাহিনী থেকে অ’ব’স’র নিয়ে বাড়ি ফিরলেন পুলওয়ামা হা’ম’লা’র সা’ক্ষী! কি জানালেন তিনি?

ছবি ও তথ্য: নিউজ ১৮ বাংলা

ভারতীয় সেনা আমাদের প্রতিনিয়ত সুরক্ষা দিয়ে যাচ্ছে বহিরাগত এবং অভ্যন্তরীণ শত্রুর হাত থেকেও। এছাড়া যেকোনো দুর্যোগ মোকাবিলায় সর্বপ্রথম ডাক পড়ে এই সেনাদেরই। আমরা শান্তিতে ঘুমাই, কারণ ওনারা জেগে থাকেন।

তেরঙ্গার সম্মান বাঁচাতে মৃত্যুর মুখোমুখি হতে একবারের বেশি দুবার ভাবেন না তারা। গোটা পৃথিবীতে সেনা সংখ্যার নিরিখে ভারত রয়েছে তৃতীয় স্থানে। আমেরিকা আর চিন রয়েছে যথাক্রমে ১ ও ২ নাম্বারে। যেকোন প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঢেলে দিতে পারে ভারতীয় সেনা।

পিন্টু সিং হলেন এইরকম একজন ভারতমাতার বীর সন্তান। দেশের সেবায় দীর্ঘ আঠেরো বছর নিজেকে ঢেলে দিয়েছেন তিনি। কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ায় অবসরপ্রাপ্ত হয়ে ফিরলেন পরিবারের কাছে।

আরো খবর: ভাড়াটিয়াদের সব তথ্য জা’না’তে হবে, নি’র্দে’শ না মানলেই জে’ল: হাওড়া পুলিশ

বাড়ি ফিরতেই কার্যত উৎসবের মেজাজে দেখা গেলো জগদ্দল এলাকার বাসিন্দাদের। ২০০৫ সালের কাঁচরাপাড়া থেকে ভারতীয় সেনার যোগদেন তিনি। জগদ্দলের কলাবাগান এলাকার বাসিন্দা পিন্টু। পুলওয়ামার ভয়াবহ রক্তলীলা দেখেছিলেন চোখের সামনে।