সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলব্রিজের উপর জ্ব’ল’ছে ট্রেন! প্রাণ বাঁ’চা’তে জানালা ভে’ঙে লাফ যাত্রীদের, রইলো ভিডিও

ট্রেন চলছে এমন সময় একটা পোড়া পোড়া গন্ধ যেন নাকে আসছে! হঠাৎ করেই যাত্রীদের মধ্যে থেকে একজন চিৎকার করে উঠে দাঁড়িয়ে বললেন আগুন লেগেছে।

ট্রেনের এই ভয়ঙ্কর বার্তা সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, ভয়ে সমস্ত যাত্রীরা ট্রেনের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এই রকম পরিস্থিতিতে বহু যাত্রী চেষ্টা করেন দরজা খুলে ট্রেনের থেকে ঝাঁপ দেওয়ার কিন্তু ট্রেনের লক থাকায় সেটা তাদের পক্ষে খোলা সম্ভব হয়নি‌।

জালনা ভেঙে সেই মুহূর্তে যে যার প্রাণ বাঁচানোর জন্য ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। এরই মধ্যে এক মহিলা যাত্রী ট্রেন থেকে এক নদীর মধ্যে ঝাঁপ দিলেন। ঘটনাটি ঘটেছে আমেরিকার ম্যাসাচুসেটসে। বৃহস্পতিবার সকালে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।


এই বিষয়ে ম্যাসাচুসেটসের বে ট্রান্সপোর্টেশন অথরিটি তরফ থেকে জানানো হয়েছে, সকালের দিকে অরেঞ্জ লাইনে থাকা একটি ট্রেনে হঠাৎ করে আগুন লাগে। ট্রেনটি দাঁড়িয়েছিল ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝেএর মিস্টিক নদীর রেল সেতুর উপর।


ট্রেনে আগুন লেগেছে খবর পেয়ে ছুটে যান এমবিটি এর কর্মীরা। ইতিমধ্যেই ট্রেনে থাকা সকল যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে। এই ট্রেনে ভয়ঙ্কর আগুন লেগে থাকলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর সূত্রে জানা গেছে এই ট্রেনে মোট যাত্রী ছিলেন ২০০ জন। প্রাথমিক তদন্তে জানা গেছে থার্ড রেলের সঙ্গে ট্রেনের সামনের কামরার ধাতব পাত সংস্পর্শে আসে যার কারণেই এই আগুন লেগে। তবে ইতিমধ্যে আগুন কেন লাগলো এবং কি কারণে লেগেছে সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।