সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উল্কাপিন্ড আমাদের ইতিহাস ব’লে দিয়েছে! সব ধারণা ব’দ’লে দি’লো খড়গপুর IIT

এই প্রশ্নটা ছোট্ট বেলায় ভূগোল পড়ার সময়ই প্রথম মনে আসে আমাদের মানুষদের বা জীবদের প্রাণের বিকাশ কিভাবে ঘটলো। কিভাবে সৃষ্টি হলাম আমরা? কোথা থেকেই বা হলাম। আর এই সমস্ত প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছে। এই নিয়ে নানান রিসার্চ চলে আসছে বছরের পর বছর ধরে। তবে খড়্গপুর আইআইটি-র গবেষকদের একটি গবেষণা। আর তার সঙ্গে সম্পর্ক রয়েছে একটি উল্কার। এই উল্কাটি প্রায় সাত বছর আগে অসমের কামারগাঁও গ্রামে এসে পড়ে।

নানা গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানতে পারে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে পাক খাচ্ছিল একটি গ্রহাণু। সেই সময়ে দূর থেকে ছুটে আসে কোনও গ্রহাণু। আর সেটি ধাক্কা মারে এই গ্রহাণুকে। ফলে গ্রহাণুটি বেশ কয়েক টুকরো হয়ে যায়। তার মধ্যে থেকেই একদম ছোট একটি টুকরো পৃথিবীতে এসে পড়ে। সেটিই পড়েছে অসমের ওই এলাকায়।

আর এটি নিয়েই গবেষণা চালাচ্ছিলেন খড়্গপুর আইআইটির গবেষকরা। তাঁরা দেখেছেন, এই উল্কায় এমন কিছু উপাদান আছে, যা থেকে ইঙ্গিত পাওয়া সম্ভব পৃথিবীর বাইরেও প্রাণ আছে, বা বলা ভালো প্রাণ তৈরির মতো উপাদান আছে, এবং সেখান থেকেই হয়তো পৃথিবীতে প্রাণের আগমণ।

আরো খবর: শীতের সময় প্রতিদিন স্না’ন না করলে আপনি একজন খা’রা’প লোক! কি বলছে গরুঢ় পু’রা’ণ?

কারণ এই উল্কার মধ্যে রয়েছে অক্সিজেন, কার্বন, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, এবং সালফারের মতো উপাদান রয়েছে। যেগুলির প্রাণ সৃষ্টির একেবারে প্রাথমিক উপাদান। আর সেই কারণেই বিজ্ঞানীদের ধারণা, এমনই কোনও উল্কাখণ্ড থেকেই এক সময়ে প্রাণের শুরুটা হয়েছিল এই গ্রহে।

এছাড়াও খড়্গপুর আইআইটি এবং জাপানের হিরোসিমা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একসঙ্গে এই উল্কাটি নিয়ে গবেষণা চালিয়েছেন। তাতেই দেখা গিয়েছে, এই উল্কায় রয়েছে vesicular olivine এবং pyroxene নামের উপাদান। যার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে প্রাণের বিকাশের।  এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। তবুও ধরে নেওয়া যাচ্ছে তত্ত্বগত ভাবে এরকম কোনো উল্কা থেকেই প্রাণের বিকাশ ঘটেছিল।