সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুপুরেই রয়েছে চন্দ্রগ্রহণ, বাংলার কোন কোন জে’লা থেকে দে’খা যা’বে? জানুন বি’শ’দে

আজ ৮ই নভেম্বর মঙ্গলবার, আজ গোটা পৃথিবী জুড়ে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কোথাও সম্পূর্ন গ্রহণই দেখা যাবে আবার কোথাও আংশিক গ্রহণ দেখা যাবে। এই বছরের এই গ্রহণই হলো শেষ গ্রহণ। আজকের পর আরো ৩ বছর পর আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। আর তাই মঙ্গলবারের চন্দ্রগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেওয়া যাক আজকের এই গ্রহণ কখন শুরু হচ্ছে কখনই বা শেষ হচ্ছে।

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছু ক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, পূর্ণগ্রাস গ্রহণের সর্বোচ্চ পর্যায় তৈরি হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। পূর্ণ গ্রহণ চলবে বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত। এর পর সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত দেখা যাবে চাঁদের আংশিক গ্রহণ।

তবে বেশ কিছু জায়গা ছাড়া পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে না। যেমন, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরে চাঁদ উঠতে উঠতে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়ে যাবে। ফলে ওই সমস্ত এলাকা থেকে চাঁদের আংশিক গ্রহণ দেখা যাবে। কিন্তু কলকাতা, কোহিমা, গুয়াহাটির মত পূর্ব দিকের শহর গুলোতে। তবে শুধু এখানেই নয় ভারতের বাইরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আরো পড়ুন: ভারতে এসে প্রথম শি’কা’র করলো নামিবিয়ার চিতা, জঙ্গলে ঢো’কা’র ২৪ ঘন্টার মধ্যেই পে’লো সা’ফ’ল্য

এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কলকাতায় মঙ্গলবার চন্দ্রোদয় হবে বিকেল ৪টে ৫২ মিনিটে। অর্থাৎ, ১৮ থেকে ১৯ মিনিট কলকাতার আকাশে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণের মূল আকর্ষণ হলো লাল চাঁদ। অর্থাৎ পূর্ণগ্রাস – এর সময় লাল চাঁদ দেখা যাবে। কিন্তু কিভাবে সৃষ্টি হয় এই লাল রং আসুন জেনে নেওয়া যাক।


মূলত নাসার তরফে জানা যাচ্ছে যে, পৃথিবীর ছায়া বা ‘আমব্রা’ চাঁদের এই লাল রঙ তৈরি করে। ঠিক যে কারণে সকালে নীল রঙের আকাশ দেখা যায়, সূর্যাস্তের সময় যে কারণে আকাশের একাংশ লালচে দেখায়, সেই কারণেই চাঁদের রঙও কখনও কখনও হয় লাল।

এছাড়াও, পৃথিবীর আবহাওয়া মণ্ডলে থাকা ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয় বলেই চাঁদের ওই রঙ চোখে পড়ে পৃথিবীবাসীর। আর আজকের পর আবার ২০২৫ সালের ১৪ মার্চ এমন গ্রহণ দেখা যাবে। তাই আজকের এই চন্দ্রগ্রহন সকলের কাছেই আকর্ষণীয়।