সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে এসে প্রথম শি’কা’র করলো নামিবিয়ার চিতা, জঙ্গলে ঢো’কা’র ২৪ ঘন্টার মধ্যেই পে’লো সা’ফ’ল্য

নামিবিয়া থেকে গত সেপ্টেম্বর মাসেই ৮ টি চিতা নিয়ে আসা হয়েছিল, আর সেগুলো মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে। আসার ২ মাস তারা ছিল কোয়ারেন্টিনে, কিন্তু এবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে, আর ছাড়া পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তারা এবার তাদের প্রথম শিকার করল।

রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকালের মধ্যে সেই শিকার তারা করেছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের বন দফতরের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই এই চিতা ফের ভারতে এসেছে। কারণ ভারত থেকে চিতা বিলুপ্ত হয়ে গেছিল। দীর্ঘ ৮০ বছর পর ফের চিতা ভারতের মাটিতে।

তাদের প্রথম শিকার করার খবর প্রধানমন্ত্রী পর্যন্ত পৌছে গেছে। তারপরেই প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, বিরাট খবর। আমাকে জানানো হয়েছে কোয়ারেন্টিন শেষ করে দুটি চিতাকে বৃহত্তর বনাঞ্চলে ছাড়া হয়েছে। আর ছাড়া পেয়েই তারা প্রথম শিকার করেছে। তারা দারুণ ভাবে সক্রিয় ও তাদের স্বাস্থ্য ভালো আছে।

আরো পড়ুন: স্বামীর স’ঙ্গে নেই বনিবনা! মেয়েকে নিয়ে একাই বি’ন্দা’স মু’ডে সুস্মিতা সেনের বৌদি

তারা এই ভারতীয় পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে। বাকি চিতাদেরও ছাড়া হবে কিছুদিনের মধ্যে। যে দুটি চিতা মুক্তি পেয়েছে, তারা আসলে দুই ভাই তাদের নাম ফ্রেডি ও এলটন। তাদের প্রথম শিকারে বন দফতর দারুণ খুশি। আর এটাই প্রমাণ দেয় তারা সুস্থ রয়েছে, তারা এই পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে। বনদফতরের উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছে, একেবারে প্রত্যাশাতীতভাবে ২৪ ঘন্টার মধ্যেই চিতা গুলো শিকার করল, যার অর্থ তারা সম্পূর্ণ সুস্থ।