সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তিন বছর ধ’রে DA না মেলায় এবার হাইকোর্টের দ্বা’র’স্থ সরকারি কর্মীরা

এখনো বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বকেয়া ডিএ বাকি রয়েছে। কলকাতা উচ্চ আদালত এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে। বারবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও আধিকারিকেরা হাইকোর্টের নির্দেশ অমান্য করছেন।

সম্প্রতি আদালতের নির্দেশ ছিল এতবার বলার পরেও যদি বকেয়া নাম মেটানো হয় তাহলে উচ্চ পদস্থ কর্তাদের বেতন আটকে দেওয়া হোক। এরপরেও কোন সমাধান হয়নি। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মহার্ঘ ভাতা এখনো আটকে রয়েছে।

এবার এই মামলার বিচারপতির নির্দেশে সোমবার সংস্থার জেনারেল ম্যানেজারসহ অন্যান্য আধিকারিকরা আদালতে উপস্থিত হলেন। আগামী শুক্রবার আবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরো পড়ুন: একটু মাটি খুঁড়তেই বে’রি’য়ে আসছে ব্রিটিশ আমলের সোনার মুদ্রা

শুক্রবার এর মধ্যে অনেকের সমস্যার সমাধান হতে পারে বলে আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্যে দুই বিদ্যুৎ সংস্থা এ সি টি এস এল এবং এ সি ডি এস এল এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই দুই সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকেরা আদালতে উপস্থিত ছিলেন।

শুক্রবার আবারও আধিকারিকদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আগে শুনানিতে দুই বিদ্যুৎ সংস্থার কর্তাদের রীতিমতো ভৎসনা করেছিলেন বিচারপতি। যত তাড়াতাড়ি সম্ভব টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গত তিন বছর ধরে কর্মচারীদের মহার্ঘ ভাতা এভাবেই আটকে রেখেছে রাজ্য সরকার।