সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সম্প্রতি বড়ো’সড়ো আপ’ডেট প্র’কা’শ ক’র’লো আর’আর’বি এন’টি’পি’সি! দেখে নিন বিস্তারিত

সম্প্রতি বড়ো'সড়ো আপ'ডেট প্র'কা'শ ক'র'লো আর'আর'বি এন'টি'পি'সি! দেখে নিন বিস্তারিত

যারা আরআরবি এনটিপিসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বড়োসড়ো আপডেট প্রকাশ করলো সংশ্লিষ্ট সংস্থা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আরআরবি এনটিপিসির অ্যানসার কি। পরীক্ষার্থীরা যদি নিজেদের অ্যানসারের সঠিক মূল্যায়ন করতে চান তাহলে তারা https://dc4-g22.digialm.com//EForms/configuredHtml/2667/68658/login.html লিংকে ক্লিক করে নিজেদের উত্তর মিলিয়ে নিতে পারেন।

এই লিংকে উত্তর মিলিয়ে নিলে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে আগাম আন্দাজ পেয়ে যাবেন। কত নম্বর পেতে পারেন, পরীক্ষা কেমন হয়েছে, ফলাফল প্রকাশের আগে সবটাই জেনে নিতে পারবেন এই অ্যানসার কি থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম পর্যায়ের প্রার্থীদের পরীক্ষার ফি রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস আপডেট করার বিষয়ে নোটিশ প্রকাশিত হয়েছিল।

গত ২৮ শে ডিসেম্বর, ২০২০ থেকে গত ৩১ শে জুলাই, ২০২১-এর মধ্যে যারা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা এই রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ১১ শে অগস্ট থেকে ৩১ শে অগস্ট পর্যন্ত মোট ২০ দিন সময় দেওয়া হবে প্রার্থীদের। এর মধ্যে তারা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

এর জন্য প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আপলোড করতে হবে। ২০১৯ সালে এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। চাকরি প্রার্থীদের মধ্য থেকে যারা রিফান্ডের জন্য আবেদন করতে চান তাদের ওই নির্দিষ্ট সময়ের মেয়াদের মধ্যেই আবেদন করতে।