সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ খাওয়া কি অ’ভ্যা’সে পরিণত হয়েছে? কি বি’প’দে পড়বেন জানুন

ধূমপান ও মদ্যপান শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। একথা আমরা সবসময়ই শুনে থাকি। কিন্তু সেই ব্যাপারে সতর্ক হন খুব কম মানুষই। এমন অনেকেই আছেন মদ্যপান যাদের নিত্যদিনের অভ্যাস।

তারা মদ্যপানে এতটাই আসক্ত যে দিনের শেষে গলায় সেই অমৃত একটু না ঢাললে নিজেকে রিফ্রেশড্ মনে হয় না। ভাবছেন তো সারাদিন কাজের পর ক্লান্তি কাটানোর খুব ভালো উপায় এটি! না, ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়।

কারণ মদ্যপানে আসক্ত ব্যক্তিরা শুধু কাজের দিন নয়, ছুটির দিনেও দেদার মদ্যপান করেন। আপনি যদি তাদের মতো একজন হন তাহলে জেনে রাখুন সামনেই আসতে চলেছে বড়সড় বিপদ। নিজেকে বাঁচাতে হলে আগে থেকেই সতর্ক হন। নিয়মিত মদ্যপানে ঠিক কি কি ক্ষতি হতে পারে চলুন দেখে নেওয়া যাক –

আরো পড়ুন: রোদ্দুর রায় গ্রেফতার হতেই ভ’য়ে কা’টা স্যান্ডি সাহা, বললেন আজ থে’কে আ’রো সাবধানী হতে হ’বে

১) অত্যধিক মদ্যপানে গ্যাস্ট্রাইটিসের সমস্যা বেড়ে গিয়ে হজমের সমস্যা তৈরি হয়। অন্ত্র এবং পাকস্থলীতে আলসার দেখা দেয়।

২) অত্যধিক মদ্যপানে যৌন জীবন ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। মহিলাদের ঋতুস্রাব অনিয়মিত হয়ে পড়ে এবং পুরুষদের ক্ষেত্রে শীথিলতা আসে।

৩) অতিরিক্ত মদ্যপান হেপাটাইটিস, ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিসের মতো বড় বড় রোগকে ডেকে আনে।

৪) গর্ভাবস্থায় অতিরিক্ত মদ্যপান গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে তোলে। ভ্রূণের মধ্যে FAS (Fatal Alcoholic Syndrome) দেখা দেয়।

৫) অতিরিক্ত মদ্যপান রক্তচাপ অধিক মাত্রায় বাড়িয়ে হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা ব্যাপক হারে বাড়িয়ে দেয়।

৬) অতিরিক্ত মদ্যপানের ফলে মুখ, গলা, লিভার, কোলন, এমনকি স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে মানুষ।