সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার গ্র্যাজুয়েট হ’তে লা’গ’বে ৪ বছর! ব’ড়ো পরিবর্তনের ল’ক্ষ্যে UGC

বর্তমানে পড়ুয়ারা ৩ বছরের স্নাতক স্তরের পড়াশুনো শেষ করলেই অনার্স ডিগ্রি লাভ করেন। এবার বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে ইউজিসি স্নাতক প্রোগ্রামে। নতুন শিক্ষা নীতির অধীনে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চার বছরের স্নাতক প্রোগ্রামের একটি নতুন খসড়া তৈরি করেছে।

এটি সোমবার ১২ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। ইউজিসি-র নতুন নিয়মের খসড়া অনুযায়ী, এখন স্নাতক কোর্সেও ইন্টার্নশিপ আবশ্যক হবে। নতুন স্নাতক প্রোগ্রাম অভিজ্ঞতামূলক শিক্ষার উপর জোর দেয়। UG সার্টিফিকেট পাওয়ার জন্য গ্রীষ্মকালীন সময়ে একটি ৪ ক্রেডিট ওয়ার্ক ভিত্তিক লার্নিং ইন্টার্নশিপ করতে হবে।

নতুন কারিকুলাম কাঠামোতে এই তথ্য দেওয়া হয়েছে। এর আওতায় প্রথম দুই সেমিস্টারের পর যে শিক্ষার্থীরা বের হতে চায় তাদের ইউজি সার্টিফিকেট পেতে ইন্টার্নশিপ করতে হবে বাধ্যতামূলকভাবে।  কোর্সের নতুন প্রোগ্রামের একটি প্রধান দিক হল বাস্তব কাজের পরিস্থিতিতে শিক্ষার্থীকে তৈরি করা।

আরো খবর: ঘরে থা’ক’তে ভালো লাগছিলো না, একঘেয়েমি কা’টা’তে ডাকাতি, যুবকের স্বীকারোক্তি পুলিশের কাছে

এর মাধ্যমে সকল শিক্ষার্থী তাদের নিজস্ব বা অন্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ ইত্যাদির জন্য যে কোনও ফার্ম, শিল্প সংস্থা বা গবেষণাগারে গবেষকদের সঙ্গে যুক্ত হবে। ইউজিসি-র নতুন নিয়মের খসড়া অনুসারে, শিক্ষার্থীরা তিন বছরের পরিবর্তে চার বছর পূর্ণ করার পরেই স্নাতক ‘সম্মান’ ডিগ্রি পাবে।

ছাত্রছাত্রীরা ৩ বছরের কোর্সের শেষে ১২০ নম্বর ক্রেডিট জমাতে পারলে তবেই স্নাতক স্তরের ডিগ্রিটি পাবেন। আবার যে শিক্ষার্থীরা ৪ বছরের কোর্স-এ ১৬০ নম্বর জমাতে পারবেন, তাঁরা স্নাতক স্তরে অনার্স ডিগ্রিটি পাবেন। এ ছাড়া, যে ছাত্রছাত্রীরা বিশেষ বিষয়ে গবেষণার কাজ করতে চান, তাঁদের এই ৪ বছরের কোর্সে একটি গবেষণা প্রকল্পের কাজ করতে হবে।