সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইলেক্ট্রিক খ’র’চ কোনটিতে কম? স্প্লিট এসি না উইন্ডো এসি? জানুন খুঁটিনাটি

এই তীব্র গরমের হাত থেকে শরীরকে একটু স্বস্তি দিতে অনেকেই AC বা এয়ার কন্ডিশনার কেনার কথা ভাবছেন।কিন্তু কোন এসি কিনবেন?উইন্ডো এবং স্প্লিট এয়ার কন্ডিশনারের মধ্যে কোনটি ভালো তা কি ঠিক করতে পারছেন না?

কোন এসি টি আপনার জন্য ভালো হবে,আসুন জেনে নেই –

আপনি যদি কম খরচে ঠান্ডা হাওয়া চান,তাহলে আপনার জন্যে উইন্ডো এয়ার কন্ডিশনার শ্রেয়। একদিকে স্প্লিট এয়ার কন্ডিশনারের থেকে এর দাম কম এবং এগুলির রক্ষণাবেক্ষণের খরচও কম।ছোট ঘরের জন্য, উইন্ডো এসির বিকল্প নেই।

এগুলি সহজেই ইনস্টল করা যায় এবং জায়গাও কম নেয়। তবে উইন্ডো এসির আওয়াজ স্প্লিট এসির থেকে বেশি। উইন্ডো এসি বেশি বিদ্যুৎ খরচ করে। আপনি যদি একটু বেশি খরচ করতে চান তাহলে আপনার উচিত স্প্লিট এয়ার কন্ডিশনার নেওয়া।

আরো খবর: বাসি ভাত দিয়েই বা’নি’য়ে ফেলুন পোলাও, দেখে নিন প’দ্ধ’তি

এটি একদিকে আপনার ঘরের সৌন্দর্য বাড়ায় ও অন্যদিকে দ্রুত ঘর শীতল করে। বড় ঘর বা একাধিক ঘরের জন্য, স্প্লিট এসির বিকল্প নেই। স্প্লিট এসির বিদ্যুৎ খরচ কম,এটি কম পাওয়ারে বেশি শীতলতা প্রদান করে। এবার আপনি আপনার চাহিদা মত এসি নির্বাচন করতে পারবেন ।