সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আটা মাখার জলে এই জিনিসগুলো মে’শা’লে ওই ঘ’রে মা লক্ষ্মীর বা’স চিরন্তন

গৃহের সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন অংশটি থাকা উচিত গৃহের রান্নাঘর। রান্নাঘর পরিষ্কার না থাকলে মা লক্ষ্মী বিরাজ করেন না। শুভ শক্তি সরে গিয়ে অশুভ শক্তি প্রবেশ করেন বাড়িতে। তাই অবশ্যই বাড়ির রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। রাতে বাসন ধুয়ে তবেই শুতে যাওয়া উচিত।

শুধুমাত্র রান্নাঘর পরিষ্কার রাখলে হয় না, এমন একটি কাজ প্রত্যেকদিন করতে হবে যার ফলে আপনি আপনার বাড়িতে মা লক্ষ্মী কে আটকে রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কি সেই কাজ। আমরা প্রত্যেক দিন জল দিয়ে আটা মাখি। সেই আটা দিয়ে আমরা রুটি তৈরি করি। কিন্তু আটা মাখার সময় যদি একটি নিয়ম মেনে চলতে পারি আমরা তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ ভরে যাবে।

আটা মাখার সময় জলের মধ্যে সামান্য দুধ হলুদ গুঁড়ো যদি মিশিয়ে নেওয়া যায়, তাহলে সমস্যাটা মঙ্গল হবে খুব দ্রুত এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে অফুরন্ত। সব সময় দুটিকে একসাথে মিসাতে হবে তা কিন্তু নয়, যেকোনো একটি মিশিয়ে তৈরি করতে পারেন আটা মাখা। এছাড়া যে পাত্রে আটা মেখে রাখবেন, সেই পাত্রী দুটি তুলসী পাতা রেখে দিলে ফলাফল আরো ভালো হবে।

এই কাজ যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে।

এই কাজ করলে গৃহের মানুষজন কম অসুস্থ হবেন।

এই কাজ করলে আর্থিক উন্নতি হয় দেখার মত।