সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাদের লোক তৃণমূলেও আছে, তারা আমাদের গো’প’ন খবর গু’লো দেয়: সুকান্ত মজুমদার

যখন তৃণমূল দাবি করছে যে বিজেপির মধ্যে রয়েছে তাদের চর, ঠিক এই সময়েই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার করে বসলেন বিস্ফোরক মন্তব্য। তিনি বললেন তৃণমূলেও নাকি রয়েছে বিজেপির চর। এই কথার পরিপ্রেক্ষিতে দারুন এক জল্পনার সৃষ্টি হয়েছে বঙ্গ রাজ্য রাজনীতিতে।

তবে এই নিয়ে চুপ থাকলে তৃণমূল, পাল্টা আক্রমণ করেছে তারা। গতকাল রবিবার সুকান্ত মজুমদার এই বিস্ফোরক মন্তব্য করে বসেন, তিনি বলেন সব দলই অন্য দলের লোক ঢোকানো থাকে।

তৃণমূলেও বিজেপির লোক রয়েছে, যারা কিনা আমাদের সব খবর দেয়। জগন্নাথ বাবু আমাদের সিনিয়র একজন নেতা, ওনার সাথে কথা বলবো আমার কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা গ্রহণ করব।

আরো পড়ুন: একা আ’র গান্ধীজি থাকবেন না নোটে, এখন থেকে আব্দুল কালাম ও রবীন্দ্রনাথের ছবিও থা’ক’বে

তবে এই কথার পরিপ্রেক্ষিতে তৃণমূল আবার জবাব দিয়েছে, আসলে বিজেপির ভেতরকার সংগঠন একেবারে ঝাঁজরা হয়ে গিয়েছে। কোনোভাবেই বিজিবিতে থাকতে চাইছে না নেতাকর্মীরা। ৮০% নেতা তৃণমূলে ফিরতে চান। নিজেদের পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের মন্তব্য করেছে বিজেপি।

আসলে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দাবির পরিপ্রেক্ষিতেই এই জল্পনার সৃষ্টি হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কারণ তিনি দাবি করেন বিজেপিতে নাকি রয়েছে তৃণমূলের চর। তারাই নাকি বিজেপির ভেতরকার সমস্ত খবর তৃণমূলকে পাচার করে। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন তিনি।