সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রথমবার “মিস ইন্ডিয়া” হয়েও পেয়েছিলেন পা’ক গুপ্তচরের ত’ক’মা! জানুন কলকাতার মেয়ের জীবন কা’হি’নী

এস্টার ভিক্টোরিয়া আব্রাহাম, প্রথম মিস ইন্ডিয়া। স্বভাবতই তার নামটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। কিন্তু তেমনটা হলো না। ভারতের প্রথম মিস ইন্ডিয়ার খেতাবকে ছাপিয়ে গেল পাকিস্তানের গুপ্তচর তকমা। যদিও মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল তাকে। নিজের নামের পাশে থেকে পাকিস্তানি গুপ্তচরের তকমা হঠাতে সমর্থও হয়েছিলেন তিনি। কিন্তু ইতিহাস তাকে মনে রাখেনি।

4 बच्चों की इस मां ने जीता था 'पहली मिस इंडिया' का खिताब, ताज पहनते वक्त भी थीं प्रेग्नेंट - Entertainment News: Amar Ujala

১৯১৬, কলকাতার এক ব্যবসায়ী পরিবারে জন্ম হয় এস্টার ভিক্টোরিয়া আব্রাহামের। কলকাতায় একটি গার্লস স্কুল থেকে পড়াশোনা শেষ করেছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং নাচ গানের প্রতিও তার পারদর্শিতা ছিল। যদিও সাবেকি ধ্যান-ধারণাতেই মানুষ হয়েছিলেন এস্টার। তবে নাচ এবং গানের প্রতি আকর্ষণ তাকে থিয়েটারের জগতে টেনে নিয়ে যায়।

खिताब जीतते वक्त प्रेग्नेंट थी पहली मिस इंडिया, पांचवे बच्चे को जन्म देने से पहले रच दिया था इतिहास - Entertainment News: Amar Ujala

এরপর পরিবারের অমতে এক থিয়েটারের অভিনেতার সঙ্গে প্রেম করে বিয়ে করেন এস্টার। কিন্তু বিয়ের পরে মেলেনি সুখ। প্রথম সন্তানের জন্মের পরই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। কিন্তু তিনি ভেঙে পড়েননি। বোম্বাইতে চলে যান এস্টার। সেখানে গিয়ে এক পরিচালকের নজরে পড়েন এবং ‘দ্য রিটার্ন অফ দা তুফানমেল’ ছবিতে কাজের সুযোগ পেয়ে যান।

भारत की पहली मिस इंडिया एक यहूदी थी , पाक के लिए जासूसी करने का भी लगा था आरोप - Kohram Hindi News

১৯৪৮ সালে প্রথম মিস ইন্ডিয়ার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। তবে সেই সময় তিনি ছিলেন গর্ভবতী। প্রথম বিয়ের পর সৈয়দ হাসান আলী জায়েদী নামের এক পাকিস্তানী অভিনেতাকে তিনি বিয়ে করেন। এর পরেই পাকিস্তানে যাতায়াত শুরু হয় তার। তবে পাকিস্তানের গুপ্তচর তকমাও দিয়ে দেওয়া হয় তাকে। যদিও আইনি লড়াই লড়ে অতি কষ্টে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন। তবে বদনাম তার পিছু ছাড়েনি। ২০০৬ সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরেও কেউ তাকে মনে রাখেনি।