সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর কাজে আসবে না প্যান কা’র্ড! স’ত’র্ক করলো আয়কর দপ্তর

আয়কর দফতর অনেক আগেই জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ করানো বাধ্যতামূলক। কারণ, না হলে আয়কর রিটার্নের প্রক্রিয়াকরণ করা সম্ভব নয়। আয়কর আইন, 1961 সাল অনুযায়ী, ছাড়ের অধীন ব্যতীত সব করদাতার ক্ষেত্রেই আধার-প্যান সংযুক্ত করা বাধ্যতামূলক।

এমনকি 2023 সালের 31 মার্চের আগে করতে হবে। যদি এই সময়সীমার মধ্যে না করা হয়, তা হলে সংশ্লিষ্ট প্যান কার্ড 2023 সালের 1 এপ্রিল থেকে অচল হয়ে যাবে। দফতরের ওয়েবসাইট বাদ দিয়ে নিজেদের টুইটার হ্যান্ডেল থেকেও আয়কর দফতর এই কথা জানিয়েছে।

সংশ্লিষ্ট টুইটে আয়কর দফতর জানিয়েছে, আয়কর আইন, 1961 অনুযায়ী, ছাড়ের আওতাধীন ব্যতীত সমস্ত প্যান কার্ডের গ্রাহকদের আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ করতে হবে। এটা বাধ্যতামূলক।

আরো খবর: দেশের একমাত্র ভাসমান গির্জা, অ’র্ধে’ক রয়েছে জলের ত’লা’য়, কোথায় অবস্থিত?

এই সংযুক্তিকরণ করতে হবে 2023 সালের 31 মার্চের আগে। না হলে 2023 সালের 1লা এপ্রিল থেকে প্যান কার্ড অচল বলে গণ্য হবে। ফলে আর দেরি নয়। এখনই এই কাজটা করে ফেলুন।