Home রাজ্য অতিরিক্ত বৃ’ষ্টি, এবার ফারাক্কা ব্যারেজের গে’ট খো’লা হলো, ব’ন্যা’র পরিবেশ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অতিরিক্ত বৃ’ষ্টি, এবার ফারাক্কা ব্যারেজের গে’ট খো’লা হলো, ব’ন্যা’র পরিবেশ

কয়েকদিন ধরে অনবরত ভারী বৃষ্টি হওয়ায় গঙ্গার জলস্তর ফুলেফেঁপে উঠেছে। সেই কারণেই ফারাক্কা ব্যারেজের ১০৯ টি গেট খুলে দেওয়া হল। সমস্ত গেট খুলে দেওয়ার ফলে জলস্তর বৃদ্ধি পাওয়ার দরুন পদ্মা ও গঙ্গা তীরবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। একদিকে যেমন গঙ্গার জলস্ফীতি বেড়ে যাওয়ায় গঙ্গা তীরবর্তী বেওয়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর, কুলদিয়ার, বেনিয়া গ্রামগুলি জলমগ্ন হয়ে উঠেছে, তেমনি অন্যদিকে পদ্মা তীরবর্তী বড়শিমুল, চাদপাড়া, বয়রা, মিঠিপুর, নসিপুর, ডিহিপাড়া গ্রামে জল ঢুকেছে।এছাড়াও জলঙ্গীর পদ্মার জলস্ফীতির ফলে সীতানগর, বিশনম্বর, খাসমহল, চর কাকমারী-সহ একাধিক গ্রাম প্লাবিত হয়।

এমনকি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২নং ব্লকের সায়দাপুর অঞ্চলের বয়রা ৭৮নং বি এস এফ ক্যাম্পেও জল ঢুকেছে ব্যাপক মাত্রায়। বিএসএফ কর্মীরা এই পরিস্থিতিতে ক্যাম্প ছেড়ে আশ্রয় নিয়েছেন স্কুলে । অসুস্থ শিশুকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় খাটিয়ায় চাপিয়ে। দুর্বিষহ অবস্থায় রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের ফিরোজপুর চর-সহ পদ্মা তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল।

মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের জলস্তর বিপদসীমা অতিক্রম করে। তারি জেরে খুলে দেওয়া হলো ফরাক্কা ব্যারেজের সবকটি গেট। ১০৯ টি গেট দিয়ে প্রায় ১৬ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার এ আজাদ স্বামী জানিয়েছেন, ‘আপার স্টিমে টানা বৃষ্টিপাতের ফলে জলস্ফীতি বেড়ে যায়। আর সেই কারনেই সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।’