সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন সিকিম পৌঁছে যাওয়া আ’রো সহজ! রেলের নতুন খবর শুনে আপনি লাফালাফি করবেন!

একটু গরম পড়লেই মনটা কেমন সিকিম সিকিম করে। কিন্তু মুখে বললেই তো আর সিকিম যাওয়া সম্ভব নয় সেখানে যাওয়ার ক্ষেত্রে রয়েছে একাধিক সমস্যা। বিশেষ করে পরিবহন সমস্যা। তবে এবার নতুন সাফল্য অর্জন করেছে সেবক রংপো রেলওয়ে। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে সেবক রংপো রেল প্রকল্প।

স্বাভাবিকভাবেই তা ভারতীয় ইঞ্জিনিয়ারদের দারুন সাফল্য বলাই যায়। স্বয়ং কেন্দ্রীয় রেলমন্ত্রী এই প্রকল্পের প্রশংসা করেছেন। গত মার্চ মাসে এই টানের পরিদর্শন করেন রেলওয়ে যোগাযোগ বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। ১৯৭৭ মিটার লম্বা এই চ্যানেল সিকিমের রংপোতে অবস্থিত।

পূর্ব সিকিম অঞ্চলের কুমরেক এবং খানি খোলার মধ্যে নিম্ন হিমালয়ের ভূতাত্বিক অবস্থানের মধ্য দিয়ে চলে যায় এই রেলপথ। দেশের বড় বড় ইঞ্জিনিয়ার এবং বিদেশি ইঞ্জিনিয়ারদের যৌথ প্রচেষ্টায় অস্টিয়ান টানেলিং মেথড ব্যবহার করা হয়েছে এখানে।

গ্রাউন্ড মাস অত্যন্ত দুর্বল থাকায় অনেকটাই সমস্যার মুখে পড়তে হয়েছিল এই রেলপথ নির্মাণ করতে। তবে ইতিমধ্যে ৭৬ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। নতুন এই রেল প্রকল্প ৪৫ কিলোমিটার লম্বা এবং ১৪ টি টানেল রয়েছে বাইশটি ব্রিজ।

এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই রেলপথ নির্মাণে আগামী বছরের ডিসেম্বর মাসে তা চালু করবার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ যখন শেষ হয়ে যাবে তখন সিকিমের সঙ্গে যুক্ত হয়ে যাবে উত্তরবঙ্গ সরাসরি।

রেলপথে এমন অভাবনীয় সাফল্যের পরে পর্যটন শিল্পর এক বিরাট বিকাশ হবে বলেই মনে করা হচ্ছে। প্রতিবছর লাখ লাখ পর্যটক সিকিমে ঘুরতে যান তাদের জন্য এটা একটা দারুণ আশীর্বাদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।