সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Air India হটাৎ করে কর্মীদের সরকারি আবাসন খা’লি করার নি’র্দে’শ দিলো, কিন্তু কেন?

এয়ার ইন্ডিয়া ভারত সরকার টাটা সংস্থার হাতে তুলে দিয়েছে। কেন এই সংস্থা টাটাদের হাতে চলে যাচ্ছে? এই সব প্রশ্ন ঊঠলেও সেই সব ধোপে টেকেনি। খুব শান্ত ও সুস্থ ভাবেই টাটার হাতে তুলে দেওয়া হয়েছে মহারাজকে।

তবে এই ভালোর মধ্যে একটি খারাপ খবর এয়ার ইন্ডিয়া কর্মচারীদের জন্য। টাটা গ্রুপের তরফ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার কর্মীরা যাতে ২৬ জুলাইয়ের মধ্যেই সরকারি বাসস্থান গুলো কাহ্লি করে দেয়।

সংবাদ মাধ্যমের দ্বারা এটাই জানা যাচ্ছে এয়ারলাইনের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ভারত সরকার এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে বেসরকারিকরণ করেছে। যার কারণেই টাটা গ্রুপ এটিকে কিনে নিয়েছে।

আরো পড়ুন: এই ৩ রাশির মেয়েরা বাবার নাম উ’জ্জ্ব’ল ক’রে থাকেন

২০২১ সালে এই কান্ড ঘটার পর এয়ার ইন্ডিয়ার কর্মীরা এতদিন পর্যন্তও সরকারের মালিকানাধীন বাসস্থানেই থাকত। কিন্তু এখন সমস্ত কিছুর মালিকানা পরিবর্তন হয়েছে। তাই টাটা এয়ারলাইন সেগুলীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্মচারীদের।

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানেই বলা হয়েছে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে সবাইকে কোম্পানির কোয়ার্টার ছেড়ে দিতে হবে। গত ১৮ ই মে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

সমস্ত এয়ার ইন্ডিয়ার কর্মীদের মেইল পাঠানো হয়েছে আর সেটা AI Asset Holding Limited (AIAHL)-এর তরফে। কিন্তু কেন এমনটা করা হচ্ছে, এই নিয়ে মুখ খোলে নি এয়ার ইন্ডিয়া।

আসলে 2019 সালে AIAHL (AI Asset Holding Limited) তৈরি করেছিল কেন্দ্র, যাতে এয়ার ইন্ডিয়ার নন কোর সম্পত্তি বিক্রি করে ঋণ মোকাবেলা করা যায়।