সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একা আ’র গান্ধীজি থাকবেন না নোটে, এখন থেকে আব্দুল কালাম ও রবীন্দ্রনাথের ছবিও থা’ক’বে

বিজেপি সরকার আসার পর থেকেই কেন্দ্রে অনেক অনেক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যা কিনা মানুষের চিন্তা ভাবনার একেবারেই বাইরে। বড় বড় সিদ্ধান্ত গুলোর মধ্যে সবথেকে অবাক করার সিদ্ধান্ত ডি মনিটাইজেশন।ঠিক এবারও হয়তো ভারতীয় টাকা সংক্রান্তঃ আরেক নতুন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।

আসলে আমাদের ভারতীয় টাকায় এতদিন পর্যন্ত মহত্মা গান্ধীর ছবি কেবলমাত্র ছিল। কিন্তু এবার হয়তো কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ টাকা এবার দেখা যেতে পারে এপিজে আবদুল কালাম ও রবীন্দ্রনাথের ছবি। বহুদিন থেকেই বহু মানুষ এই আর্জি করে আসছিল সোশ্যাল মিডিয়ায় তবে কি তাদের কথা এবার শুনেছে আর বি আই?

সম্প্রতি একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালাম এর ছবিসহ দুটি নোট এর স্যাম্পল পাঠানো হয়েছে আইআইটি অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে।

আরো পড়ুন: সিধু মুসেওয়ালার মতো হাল হবে, খুনের হু’ম’কি চি’ঠি পেলেন সলমন ও তার বাবা

আসলে সেন্ট্রাল ব্যাংক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নমুনা পাঠিয়েছে তার কাছে। অধ্যাপক রয়েছে ঝারাই বাছাইয়ের দায়িত্বে। এখন যদি তার এই নমুনা পছন্দ হয় তাহলে সেটা পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রের কাছে।

ভারতীয় নোটে কেবলমাত্র জাতির জনকের ছবি থাকলেও, আমেরিকার নোটে কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, থমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন সহ বিভিন্ন ব্যক্তিত্বের ছবি রয়েছে।

জাল নোটের রমরমা ব্যবসা রূখতেই কেন্দ্র ও রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ কমিটি নতুন নোটে বিভিন্ন ফিচার যোগ করার নির্দেশ পেয়েছিল।তার সাথে গান্ধীজীর পাশাপাশি আরও বিশিষ্ট মনীষীদের ছবি ছাপানোর সুপারিশ করা হয়েছিল।

প্রথমদিকে কার ছবি ছাপা হবে এই নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু বর্তমানে সময়ে জানা যাচ্ছে এপিজে আবদুল কালাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছাপা হওয়ার কথা। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো বিষয়েই।