সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রীকৃষ্ণের না’মে পুত্র সন্তানের না’ম রাখুন, রইলো তা’লি’কা

আমাদের হিন্দু ধর্মের অন্যতম দেবতা হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে বড় হওয়া এমনকি প্রেম জীবন পর্যন্ত আমাদের আকর্ষণ করে ভীষণভাবে। রাধা কৃষ্ণের প্রেম, মন্দাকিনী সঙ্গে বিয়ে, সবকিছুই যেন চোখ ধাঁধানো একটি গল্পের মত। দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান হলেন এই কৃষ্ণ।

সাতটি সন্তানকে হত্যা করার পর অষ্টম সন্তানকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিলেন মথুরার রাজা কংস। বোন এবং ভগ্নিপতি বাসুদেবকে কারাগারে বন্দি করে তাদের সন্তানদের হত্যা করার জন্য উদ্যোগী হন। কংসের হাত থেকে অষ্টম সন্তানকে বাচাঁনোর জন্য কৃষ্ণকে বৃন্দাবনের নন্দ এবং যশোদার করে রেখেছিলেন বাসুদেব। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে দৈব সহায়তায় ছোট কৃষ্ণ কৃষ্ণ স্থানাতরত করেছিলেন তিনি।

ছোটবেলা থেকেই কৃষ্ণের দুষ্টুমি শুনে বড় হয়েছি আমরা। গোপালের ডুবে ছোট কৃষ্ণের পুজো আজও আমরা করে থাকি প্রত্যেক ঘরে ঘরে। কৃষ্ণ যেমন ছিলেন সাহসী তেমন ছিলেন প্রচন্ড রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন একজন দেবতা।

আরো পড়ুন: উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জি’তে বে’শ কয়েকটি রে’ক’র্ড গড়লেন যোগী, জেনে নিন

কৃষ্ণ নারায়ন এর মনুষ্য অবতার তাই কৃষ্ণের নামে পুত্র সন্তানের নামকরন করেন বহু মা-বাবা। আজ কৃষ্ণের কুড়িটি নামের তালিকা এবং অর্থ আপনাকে দিয়ে দেওয়া হল আশা করি ভবিষ্যতে এটা আপনাকে সাহায্য করবে।

অভ্যুক্ত ক্রিস্টালের মতো স্বচ্ছ। পরিষ্কার মন যাঁর। কৃষ্ণের অপর নাম।

অনিরুদ্ধ বাধাহীন। শ্রীকৃষ্ণের নাতি ছিলেন অনিরুদ্ধ। এটিও কৃষ্ণের অপর একটি নাম।

অনন্ত যার শেষ নেই। কৃষ্ণের অপর নাম দর্শ দর্শন থেকে এসেছে দর্শ কথাটি। কৃষ্ণের দিব্য দর্শনের ক্ষমতা ছিল, তাই তাঁর আরও একটি নাম দর্শ।

দেবেশ দেবতাদের রাজা। কৃষ্ণের অন্য একটি নাম কান্নান কৃষ্ণের অপর নাম, যার অর্থ মহান। কৃদায় কৃষ্ণের অন্য একটি নাম কৃষ কৃষ্ণ নাম ছোট করে বানানো এই নামটি শুনতেও বেশ স্টাইলিশ মনহর কৃষ্ণের অন্য একটি নাম মনীশ মনের ঈশ্বর যিনি। কৃষ্ণকে মনীশ নামেও ডাকা হয়।

নন্দ নন্দ কিশোর বা নন্দ নামেও পরিচিত শ্রীকৃষ্ণ

নাথান ঈশ্বরের আশীর্বাদ, কৃষ্ণের অন্য একটি নাম সাকেত, সাকেত, শৌভিত কৃষ্ণের প্রচুর নামের মধ্যে অন্যতম এই নামের অর্থ সজ্জিত।

আরো পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যজনক মৃ’ত্যু নববধূর, আ’ত্ম’হ’ত্যা না দু’র্ঘ’ট’না না হ’ত্যা?

সিদ্ধান্ত আদর্শ, কৃষ্ণের অন্য একটি নাম

উদ্ভব শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ বন্ধু

ভিভান প্রাণপাচুর্যে ভরপুর, কৃষ্ণের অপর নাম ব্রজরাজ কৃষ্ণের প্রচুর নামের মধ্যে অন্যতম

যদুরাজ যদু বংশের প্রধান, তাই কৃষ্ণকে যদুরাজ নামেও ডাকা হয়

যদুবীর আত্মনির্ভর, কৃষ্ণের অন্য নাম