সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোজাগরী লক্ষ্মীপুজোয় কিভাবে দেবীকে করবেন খু’শি, সংসারে কেমন করে আসবে স’মৃ’দ্ধি?

চলতি বছরে কোজাগরী লক্ষ্মী পূজা পালন করা হবে দুই দিন যাবত। এবছর কোজাগরী পূর্ণিমা শুরু হচ্ছে ১৯শে অক্টোবর এবং শেষ হচ্ছে ২০শে অক্টোবর। সনাতন ধর্মে বিশ্বাসীরা কোজাগরী লক্ষ্মী পূজার দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করে সংসারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার প্রার্থনা করেন। আজ জেনে নিন কোন উপায় কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর আরাধনা করলে দেবীকে সন্তুষ্ট করা যায়।

কোজাগরী লক্ষ্মী পূজার দিনে কোনভাবেই আওয়াজ করা উচিত নয়। পুজোর সময় ঘন্টা-কাঁসর বাজানো উচিত নয়। কারণ কোজাগরী লক্ষ্মী পূজার দিন বেশী আওয়াজ করলে মা লক্ষী বাড়ি ছেড়ে চলে যান। জলপূর্ণ ঘটে আমের পাতা দিয়ে পুজো করলে লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করা যায়। শুধু কোজাগরী লক্ষ্মী পূজার দিনেই নয়, প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি সহযোগে আরাধনা করা উচিত।

পূজার শেষে লক্ষ্মীর পাঁচালী পড়েন গৃহিণীরা। সিঁথিতে সিঁদুর নিয়ে বাড়ির গৃহিণীরা যদি দেবী লক্ষ্মীর আরাধনা করেন তাহলে দেবী সন্তুষ্ট হন। তবে লক্ষ্মীর আরাধনা যে কেউ করতে পারেন, তার জন্য তাকে যে মহিলা হতে হবে এমন কোনও কথা নেই।