সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেঘ না চাইতে বৃষ্টি! অসময়ে দীঘায় ধ’রা পড়লো প্রচুর ইলিশ, বি’ক্রি হ’চ্ছে জলের দ’রে

এ যেন মেঘ না চাইতেই জল। বর্ষার সময় মানুষ ইলিশ খাওয়ার জন্য হা হুতাশ করতে থাকে। আর এখানে বর্ষার আগেই ইলিশ এসেছে বাজারে। বরফের ইলিশ কিন্তু নয়, একেবারে তাজা ইলিশ। অসময়ে ইলিশ আসাতে অনেকেই অবাক, যার কারণেই বিকোচ্ছে একেবারে সস্তায়।

দীঘার মতসজীবীদের জালে ধরা পড়েছে ইলিশ, তাও ছোট সাইজের নয় একেবারে প্রমাণ সাইজের ইলিশ। অসময়ে মাছের এত পরিমাণ, যার কারণেই সোনা বিকোচ্ছে একবারে জলের দরে।

এই সময়ে ইলিশ পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া। দিঘার মৎস্যজীবীদের ঠিক একই অবস্থা হয়েছে। গত ২ সপ্তাহ থেকেই গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ। মার্চ মাসে ইলিশের এমন আমদানি এর আগে মতসজীবীরাও তেমনভাবে দেখেনি। শুধু কি রূপ তাঁর সাথে রয়েছে ইলিশের ওজনও।

আরো পড়ুন: আমেরিকার চাপকে পা’ত্তা না দিয়ে সি’দ্ধা’ন্তে অনড়, ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকায় ক্ষু’দ্ধ বাইডেন

গড়ে ইলিশের দাম ৫০০-৭০০ টাকার মধ্যেই। ১ কেজি ওজনের ইলিশের দাম ৮০০ টাকার মতো। ২ কেজির ইলিশের দাম ১০০০-১৫০০ টাকার মতো। এই নিয়ে অনেকেই অনেক কথা বলছে।

তাঁর মধ্যে দিঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন , ইতিমধ্যেই নাকি ২-৩ কুইন্টাল ইলিশ ধরা হয়েছে সমুদ্র থেকে।

এই সময়ে এত পরিমাণ ইলিশ যা সত্যি অবাক করছে সবাইকে। গড়ে ৫০০-৭০০ টাকা দাম রাখা হয়েছে। ২ সপ্তাহের মধ্যে এত পরিমাণ ইলিশের যোগানের কারণে দাম অনেকটাই কম।

বর্ষার আগে ইলিশের এমন ছড়াছড়িতে অবাক ক্রেতারা। দাম অগ্নিমূল্য হওয়ার কথা কিন্তু সেটাও কম। আর সেই কারণেই বর্ষার আগে ইলিশ খাওয়ার সাধ মিটিয়ে নিচ্ছে সাধারণ মানুষ। তাহলে তো বলতেই হয় হঠাত করে মাছ বাজারে গেলে এখন হামেশাই দেখতে পারবেন প্রমাণ সাইজের ইলিশ, এই নিয়ে নেই কোনো সন্দেহ।