সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীর পন্ডিতদের ক’থা মনে করে কেঁদে ভাসালেন মুসলিম নেতা, মেহবুবা মুফতির বি’রু’দ্ধে করলেন অভিযোগ

দ্য কাশ্মীর ফাইলসের বিষয় নিয়ে সারা দেশের মানুষ তাঁদের মতামত ব্যক্ত করেছে। ছবি নিয়ে অনেকেই মনের চাপা পরা কথার উক্তি করেছেন। ছবিতে কাশ্মীর পন্ডিতদের গণহত্যা নিয়ে আলোচনা ও সমালোচনা দুইই হচ্ছে। একদিকে বিজেপি সাপোর্ট করছে।

অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল সমালোচনা ও বিরোধিতা করছে। তবে এবার জম্মু কাশ্মীরের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও মেহেবুবা মুগতির পিডিপি দলের প্রাক্তন নেতা মুজাফফর হুসেন বেগ কাশ্মীর পন্ডিতদের গণহত্যা নিয়ে মুখ খুলেছেন।

তিনি এই বিষয় নিয়ে বলেছেন, সত্যি তাঁদের গণহত্যার কথা স্মরণ করতে গিয়ে আমি কেদে ফেললাম। এই ক্ষেত্রে কাশ্মীরী মুসলিম দের তুলনায় কাশ্মীর পন্ডিতদের বেশী ক্ষতি হয়েছে।

আরো পড়ুন: বাংলার আবহাওয়া নিয়ে জা’রি অন্য স’ত’র্ক’তা, কবে বৃষ্টি শুরু হ’বে? যা বললো হাওয়া অফিস

তিনি তাঁর দলের নেত্রী মেহেবুবা মুফতিকে আক্রমণ করেই বলেন, যে মহিলা ভারতীয় পতাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। যখন সে বলেছিল তেরঙ্গার অধীনে নির্বাচনে সে অংশগ্রহণ করবে না। এই কথা শোনার পরেই আমি দল থেকে পদত্যাগ করি।

এদিকে আবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুনাম করে বলেন, সত্যি তিনি দেশের জন্য কাজ করছেন। এদিকে মনোজ সিনহাও ভালো কাজ করছেন।

এখন আর কাশ্মীরে কিছুই বন্ধ নেই। সব কিছুই খোলা হয়েছে। এর সাথে তিনি জানায় কাশ্মীরের ভবিষ্যৎ যে মোদীর ওপরেই নির্ভর করছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।