সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের ১০টি রাজ্যে ফে’র জা’রি হ’লো আংশিক ল’ক’ডা’উ’ন’ কোন কোন রাজ্য জেনে নিন

দেশ জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত গোটা দেশ। ইতিমধ্যে দেশের প্রতিটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই বাড়ছে ওমিক্রণ নিয়ে সাধারণের আশঙ্কা। দেশজুড়ে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এমতাবস্থায় আর ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। তাই কেন্দ্রীয় সরকার এবার রাজ্যগুলিকে সতর্ক করার পাশাপাশি দশটি রাজ্যে আংশিক লকডাউন জারি করেছে।

কেন্দ্রের নির্দেশ মতো দেশের দশটি রাজ্যকে আংশিক লকডাউন মেনে চলতে হবে। এই দশটি রাজ্যে আংশিক লকডাউন জারি করা হয়েছে। একাধিক বিধি-নিষেধ প্রয়োগ করা হয়েছে। করোনার সংক্রমণ এড়াতে রাজ্যগুলিকে এই বিধি-নিষেধ মেনে চলতে হবে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট, রাজস্থানসহ চারটি রাজ্যে নাইট কারফিউ জারি করা হয়েছে।

এছাড়াও তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং কর্নাটকে বড়দিন এবং নববর্ষ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে করোন সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। গোটা দেশের মধ্যে এই 10 টি রাজ্যের করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। তাই আর ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই রাশ টানছে কেন্দ্র।