সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার আবহাওয়া নিয়ে জা’রি অন্য স’ত’র্ক’তা, কবে বৃষ্টি শুরু হ’বে? যা বললো হাওয়া অফিস

গরমে প্রায় পুড়ে যাওয়ার জোগাড় রাজ্য বাসীর, শীত যেতে না যেতেই গরমের দাপটে কুপোকাত সবাই। গরমের কারণে রাজ্য জুড়ে আর্দ্রতা জনিত অস্বস্তি, তাঁর সাথে ভ্যপসা গরম।

ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প, আর সেই কারণেই আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাপ প্রবাহ শুরু হতে চলেছে। এক কথায় লু বইতে পারে রাজ্য জুড়ে।

দিল্লি, রাজস্থান গুজ্রাটের মতো এবার লু বইবে কলকাতাতেও। এদিকে উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারতে আগামী ৫ দিন জুড়ে লু বইবে। তাঁর জন্য সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবন থেকে।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন মহিষাদল রাজবাড়ী রাজমাতা, শো’কে’র ছা’য়া রাজ্য জুড়ে

এদিকে দক্ষিণ বঙ্গের পর যদি উত্তরবঙ্গের কথা বলা যায় তাহলে সেখানে তৈরী হচ্ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। কয়েকটি জেলায় আগামী কয়েকদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে।

তাছাড়া হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অনেক জায়গায়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি সম্ভাবনা প্রবল। তবে কলকাতার আকাশ পরিষ্কার।

আজ কলকাতার তাপমাত্রা ২৭-৩৫ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করছে। এদিকে আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে ৯২% এর কাছে। কিন্তু কলকাতার আকাশ কবে মেঘলা হবে? কবে বৃষ্টি হবে? কারণ দক্ষিণবঙ্গের মানুষ গরমে নাজেহাল। তবে দক্ষিণবঙ্গের মানুষের জন্য আপাতত নএই কোনো আশার খবর। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি সম্ভাবনা রয়েছে।