সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষের জীবনে সৌ’ভা’গ্যে’র প্র’তী’ক এগুলো, বহুদিন ধরেই এই কু’সং’স্কা’র মেনে আসছেন অনেকেই

আজকের যুগে দাঁড়িয়ে কুসংস্কারে বিশ্বাস করেন এমন মানুষ খুব কমই আছেন। এই একুশ শতকে কুসংস্কারে বিশ্বাসের কোনো মানেই হয় না। যদিও কথাতে আছে বিশ্বাসে মিলায় বস্তু। অনেকেরই এ বিষয়ে বক্তব্য, অনেকদিন ধরেই এসব কুসংস্কার মেনে আসছেন তারা, আজ কোনো কারণে যদি তারা ভাবেন এসব আর মানবেন না, তখনই তাদের মনের মধ্যে তৈরি হয় দোলাচল। এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেন তারা মাঝ সমুদ্রে পড়ে গিয়েছেন। সাঁতরাতেও পারছেন না,আবার কূলও খুঁজে পাচ্ছেন না। তাই মনকে সান্ত্বনা দিতে এবং ভালোর আশায় বেশ কিছু ঘটনায় এখনও বিশ্বাস করেন অনেকে। এরকমই কিছু জনপ্রিয় কুসংস্কার আজ বলব আপনাদেরকে।

অনেকেই মনে করেন যে বছরের শুরুতে যদি আপনি সাদা প্রজাপতি দেখেন তাহলে আপনার সারা বছর ভালো যাবে। আবার, আপনি যদি নিজের ছায়া স্পর্শ করেন তাহলে আপনার ভাগ্য ভালো যাবে বলেই মনে করা হয়। মনে করা হয়, রাতে শোবার আগে যদি কোনও মহিলা নুন জল পান করেন তাহলে তিনি তার হবু স্বামীর স্বপ্ন দেখবেন। বহু লোকের মনে ধারণা দরজার পাশে আয়না রাখলে তা সৌভাগ্য বয়ে নিয়ে আনে। জন্মদিনের কেকে লাগানো মোমবাতিতে এক ফুঁতে যদি সবকটি নেভাতে পারেন তাহলে মনে করা হয়, গোটা বছর আপনার ভালো যাবে। আবার রান্নাঘরে রসুন ঝুলিয়ে রাখলে সারা বছর নাকি ভালো যায় এমনটাই বিশ্বাস অনেকের।

প্রায় একশো শতাংশ মানুষেরই এই বিশ্বাস আছে যে ডান হাত চুলকালে অর্থাগম হয়। সবচেয়ে বিদঘুটে শুনতে লাগলেও অনেকের ধারণা কাপে চা ঢালার আগে চিনি ঢাললে সৌভাগ্য নিজে আসে আপনার কাছে। এসব কুসংস্কার যে শুধু ভারতেই আছে তা কিন্তু নয়। স্পেনের এমন একটি আজব রীতি আছে যা শুনলে আপনি অবাক হতে পারেন। সেখানে লাল রঙের অন্তর্বাস পড়ে ১২টি সবুজ আঙুর খেলে মনে করা হয় সারাবছর কোনও বিপদ আসবে না। আবার রাশিয়ায় যদি কোনও পাখি আপনার মাথায় মলত্যাগ করে তাহলে অর্থাগম হবে বলে মনে করা হয়।