সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র পর কন্যা ও বোনদের কি পারিবারিক সম্পত্তি পাওয়া উচিত? ব’ড় ম’ন্ত’ব্য হাইকোর্টের

আদিম যুগ থেকেই সমাজে ছেলেদের তুলনায় অনেকটা পিছিয়ে রাখা হয়েছে মেয়েদের। মেয়েদের ক্ষমতায়ন হলেও তাদের অধিকার নিয়ে এখনও সরব নয় অনেক শিক্ষিত সমাজ। পরিবারের মেয়েদের প্রতি সমাজের মানসিকতার পরিবর্তন আনা দরকার তা না হলে সাম্যতা আসবেনা ছেলে মেয়েদের মধ্যে।

আদালতের দাবি বিয়ের পরেও সম্পত্তিতে মেয়ে এবং বোনদের সমান অধিকার রয়েছে। একটি মামলার শুনানিতে এমনই রায় শোনায় গুজরাট হাইকোর্ট। গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি একে শাস্ত্রীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে একটি আবেদনের ভিত্তিতে মামলার শুনানি চলছিল।

সেখানে মামলাকারী জানিয়েছিলেন তার বোন কোন সম্পত্তির অধিকার ত্যাগ করেছেন কিনা তা সঠিকভাবে তার জানা নেই। এই প্রশ্ন শুনে প্রধান বিচারপতি রাগান্বিত হয়ে বলেন কোন পরিবারের মেয়ে কিংবা বোনের বিয়ে হয়ে গেলে তাকে কিছুই দেওয়া উচিত নয় এই মানসিকতার অবিলম্বে পরিবর্তন আনতে হবে তিনি আরো বলেন আপনার বোন আপনার সঙ্গেই জন্মেছে তার বিয়ে হয়ে গেলে তার অবস্থানের কোন পরিবর্তন হয় না।

আরো খবর: “দিদির দূত”-এ অভিযোগ জা’না’তে গিয়ে তৃণমূল নেতার হাতে স’পা’টে চ’ড় খেলেন স্থানীয় বাসিন্দা

আবেদনকারীর উদ্দেশ্যে বিচারপতি আরো বলেন পুত্র বিবাহিত কিংবা অবিবাহিত থাকলেও কন্যা-অবিবাহিত বা অবিবাহিত থাকতে পারে। এই ধারণার বদল আনাটা অত্যন্ত জরুরী তিনি আরো বলেন আইন যদি পুত্রের মর্যাদার পরিবর্তন না করে কন্যাদের অধিকারের মর্যাদার পরিবর্তন কেন হবে।

হিন্দু আইন অনুযায়ী সম্পত্তি দুই প্রকার একটি উত্তরাধিকার সম্পত্তি এবং অন্যটি ব্যক্তিগত। চার প্রজন্ম পর্যন্ত সম্পত্তি বৈধ। ২০০৫ এ হিন্দু আইন সংশোধনের আগে পরিবারের শুধুমাত্র পুরুষরাই এই সম্পত্তি ভোগ করতে পারতেন।

তবে পরে পৈত্রিক সম্পত্তিতে কন্যা কিংবা বোনের অংশীদার করতে আইনের পরিবর্তন করা হয়। স্পষ্ট জানানো হয় পৈত্রিক সম্পত্তিতে বোন এবং ভাইয়ের অধিকার সমান।