সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটি কোনো মাছ নাকি কুমির? অদ্ভুত দর্শন জীব দে’খে অ’বা’ক ধানবাদের বাসিন্দারা

সম্প্রতিক ঝাড়খন্ডের ধানবাদে এক অদ্ভুত প্রজাতির মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। এই প্রাণীর দেহের আকৃতি অত্যন্ত অদ্ভুত। তার দেহ মাছের মতো হলেও মুখ কুমিরের মতো। এমনকি তার শরীরে কুমিরের মতো ডোরা ফুটে উঠেছে। এমন অদ্ভুত দর্শন মাছ দেখে কার্যত এলাকার বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

Crocodile Fish

ধানবাদের গোবিন্দপুর ব্লকের অমরপুর পঞ্চায়েতের আমলতাদ গ্রামে জেলেরা মাছ ধরছিলেন। ঠিক সেই সময় মাছের মতো দেখতে এমন অদ্ভুত প্রাণী জেলেদের জালে ধরা পড়েছে। জাল থেকে মাছটিকে বের করে আনার পর সকলেই কার্যত অবাক হয়ে যান। এই প্রাণীর দেহ মাছের মতো হলেও মাথা ছিল কুমিরের মতো।

Crocodile Fish

মৎস্যজীবীদের জালে এমন অদ্ভুত দর্শন মাছ উঠেছে এই খবর খুব তাড়াতাড়িই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দূর-দূরান্তের মানুষেরা ছুটে আসেন এই অদ্ভুত প্রাণীটিকে দেখার জন্য। গ্রামবাসীরা সকলেই বলছেন আজ পর্যন্ত তারা কখনও এমন মাছ দেখেননি। মাছের এমন চেহারা দেখে বিস্ময় প্রকাশ করছেন তারা। মাছটি কোন প্রজাতির তা এখনও জানা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা এই মাছের নাম দিয়েছেন কুমির মাছ বা ক্রোকোডাইল ফিশ।