সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড কাঁ’টা’য় ভা’টা, ব’ন্ধ থা’ক’ছে দক্ষিণেশ্বর

বেলুড় মঠের পর এবার বন্ধের মুখে দক্ষিণেশ্বর। নতুন বছরের প্রথম দিনই বন্ধ থাকবে দক্ষিণেশ্বর। করোনা পরিস্থিতিতে মন্দির চত্বরে ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বছরের প্রথম দিনেই হাজার হাজার মানুষ দক্ষিণেশ্বরে উপস্থিত হন পূজো দেওয়ার জন্য। এছাড়া কল্পতরু উৎসব উপলক্ষে মেলা বসে।

তবে মন্দির বন্ধ থাকলেও রীতি মেনে দেবীর পূজার আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব থাকায় ভক্তের সমাগম হবে। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য দিনের মতো রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষ এবং অন্যান্য দেবতার পূজা সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে করোনা পরিস্থিতির জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বেলঘড়িয়া থানা বছরের প্রথম দিন মন্দির বন্ধ রাখার সুপারিশ করেছে। বিষয়টি তারা পর্যালোচনা করছেন। ভিড় এড়াতে তাই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

দক্ষিণেশ্বরে পাশাপাশি বছরের প্রথম দিন বন্ধ থাকবে বেলুড় মঠ। মঠের কর্তৃপক্ষের তরফ থেকে সোমবার বিবৃতি প্রকাশ করে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি, চারদিন বেলুড় মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। উল্লেখ্য গত বছরও পয়লা জানুয়ারি দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখা হয়েছিল।