সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুশান্তকে নিয়ে ব্যবসায় নেমেছে ফ্লিপকার্ট, সোশ্যাল মিডিয়া জু’ড়ে বয়কটের ডা’ক

বলিউডের অন্যতম অভিনেতা সুশান্ত সিং রাজপুত যার মৃত্যুর পর দুবছর কাটিয়ে ফেলেছে তার অনুগামী এবং তাঁর পরিবার এর মানুষরা। খুব অল্প সময়ের মধ্যে বলিউড জগতে তিনি সাফল্য লাভ করেছেন সাথে লক্ষ লক্ষ অনুরাগীর মনে তিনি জায়গা করে নিয়েছিলেন। সুশান্ত বেঁচে থাকাকালীন যতটা না পরিচিতি লাভ করেছিলেন তার থেকেও বেশি পরিচিতি লাভ করেছিলেন তাঁর মৃত্যুর পর।

সুশান্তকে কতটা তার অনুরাগীরা ভালোবাসে সেটাই প্রমাণ করে দিয়েছিল সুশান্তের মৃত্যুর পর তাঁর ভক্তরা। দুটো বছর কেটে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তাঁর অনুরাগীদের মনে বেঁচে রয়েছেন সুশান্ত। এখনো পর্যন্ত সুশান্তের মৃত্যুর রহস্য প্রকাশ্যে আসে নি।

এখন সবকিছুই যেন শান্ত। পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকলেও এখনো পর্যন্ত পৃথিবীর মানুষের মনে তিনি চিরস্থায়ী রয়েছেন।এখনো পর্যন্ত সুশান্তকে ঘিরে যদি কোন কটুক্তি উঠে আসে তাহলে তার প্রতিবাদ করেন তাঁর ভক্তরা।

আরো পড়ুন: গ্যাসের একমাত্র বি’ক’ল্প কি মাইক্রোওয়েব? জানুন ভালো রা’ন্না করার টি’প’স

সুশান্তের মৃত্যুর পর যেভাবে তাঁর অনুরাগীরা তাঁর মৃত্যুর রহস্য খোঁজার জন্য দিনের পর দিন আন্দোলন করেছিলেন সেখানে বোঝা গিয়েছিল সুশান্তকে কত মানুষ ভালোবাসেন। এখনও পর্যন্ত সেই আগুন কিন্তু নিভে যায়নি।

সম্প্রতি আগুনের একটি ঝলকা দেখা গেল একটি ঘটনার মাধ্যমে। ফ্লিপকার্ট পুরুষদের জন্য সম্প্রতি একটি টি-শার্টের ছবি সম্প্রচারিত করছে যেখানে দেখা যাচ্ছে সুশান্তের ছবি প্রিন্ট করা। সেটার বিরুদ্ধে এবার নেটিজেনরা নেমেছেন ফ্লিপকার্ডকে বয়কট এর দাবিতে।


শুধুমাত্র ছবি প্রিন্ট করা নয় তার সঙ্গেও লেখা রয়েছে অবসাদে ঠিক ডুবে যাওয়ার মত অনুভূতি। ফ্লিপকার্টের তরফ থেকে এই টি-শার্টের স্ক্রিনশটটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যার পরে সুশান্তের ভক্তদের মধ্যে দেখা দিয়েছে আন্দোলন।

তারা টিশার্টে লেখা বাক্যটির বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাদের বক্তব্য সুশান্ত কখনোই অবসাদগ্রস্ত ছিলেন না। তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। নেট পাড়ায় একাধিক নেটিজেনদের দাবি,” হ্যাশট্যাগ বয়কট ফ্লিপকার্ট”। এক নেটিজেনের বক্তব্য তিনি খুব তাড়াতাড়ি ফ্লিপকার্টে মানহানির হামলার জন্য আইনি একটি নোটিশ পাঠাবেন।