সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেকর্ড ভা’ঙা’র আগেই বিশ্বের প্রবীণতম বাঘ চ’লে গেলো

রবিবার গভীর রাতে মৃত্যু হল বিশ্বের সব থেকে বেশি বয়সি রয়্যাল বেঙ্গল টাইগারের। জানা যাচ্ছে তার বিশ্বরেকর্ডে শরিক হতে মাত্র ২ মাস বাকি ছিল। দক্ষিণ খয়েরবাড়ি ব্যঘ্র পুনর্বাসন কেন্দ্রের একমাত্র বাসিন্দা রাজার মৃত্যুকালে বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস।

আর এই প্রবীণ বাঘটির মৃত্যুর পর থেকেই গোটা জলদাপাড়া অভয়ারণ্যের সব বনকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।এর আগে কানপুর চিড়িয়াখানর বাসিন্দা একটি বাঘ সবচেয়ে বেশি বছর বেঁচেছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

বাঘেদের জীবনকালের রেকর্ড এটি। আগামী ২৩ অগাস্ট রাজা সেই রেকর্ড ছুঁতে পারতো। সেজন্য অভয়ারণ্যে ব্যাপক মাত্রায় সবকিছুর প্রস্তুতিও চলছিল। কিন্তু তার মধ্যেই রাজা বিদায় নিলে এই দুনিয়া থেকে।

আরো পড়ুন: একটি মাত্র অটোয় যাত্রীর সং’খ্যা ২৭, গুনতে গুনতে অ’স্থি’র পুলিশকর্মী

সূত্রের খবর, দক্ষিণ খয়েরবাড়িতে রাজাকে যখন নিয়ে আসা হয় তখন সে ছিল ১১ বছরের। নদী পেরনোর সময় কুমিরে তার পিছনের পা খেয়ে নেয়। সেই সময় আহত অবস্থায় তাকে সুন্দরবন থেকে উদ্ধার করে ডুয়ার্সে আনা হয়।

তা না হলে ওই অবস্থায় সে মরেই যেত। তাই তারপর বাঘটিকে বদ্ধ জায়গায় রেখে বনকর্মীদের লাগাতার চিকিৎসায় সুস্থ করে তোলা হয়। চিকিৎসক প্রলয় মণ্ডল ও বনকর্মী পার্থসারথি সিনহার অক্লান্ত প্রচেষ্টায় বাঘটি সুস্থ হয়ে ওঠে। তাই রাজার মৃত্যুতে যেন সন্তান হারানোর মতোই কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বনাধিকারিকরা।

উল্লেখ্য, সাধারণত জঙ্গলে খোলা জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার ১২–১৪ বছর বাঁচে এবং বন্ধ জায়গায় তাদের গড়ে ১৮ বছর বাঁচে। তবে কখনও কখনও তাদেরকে ২০ বছরের বেশি বাঁচতে দেখা যায়।